ত্বকের রুক্ষতাকে এবার এই শীতে বলুন বাই!

পুজো তো প্রায় এসেই গেল। এরপরই দুম করে হঠাৎ একদিন শীতকালও এসে পড়বে। গায়ে হালকা গরম জামা চড়াতে শুরু করার পরই দেখবেন ঠোঁটও চড়চড় করে ফাটতে শুরু করেছে। সেই সাথে ত্বকেরও দফারফা! ত্বক রুক্ষ হতে শুরু করবে, আপনিও ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করার জন্য প্রাণপণে ময়েশ্চারাইজার ব্যবহার করে যাবেন। কোন ময়েশ্চারাইজার আপনার স্কিনের সাথে … পড়তে থাকুন ত্বকের রুক্ষতাকে এবার এই শীতে বলুন বাই!