Most-Popular

ত্বকের উজ্জলতায় ব্যাসন ম্যাজিকের মত কাজ করে|

রান্না ঘরে নানারকমের মুখরোচক খাবারের জন্য ব্যাসন নিশ্চই ব্যবহার করেই থাকেন, কিন্তু ১০ থেকে ১২ দিনের মধ্যেই ব্যাসন আপনার ত্বকের উজ্জব্লতা  বাড়িয়ে তুলতে পারে এটা কি আপনার জানা ছিল? হাতের কাছে এরকম একটি কাজের জিনিস থাকতে আর চিন্তার কারণ নেই| পুজোর আগে আপনাকে সুন্দর দেখানোর হাত থেকে আর কে আটকায়? আজকের লেখায় থাকছে ৫ টি ব্যাসনের ফেসপ্যাক| এর প্রতিটি উপাদান প্রাকৃতিক, তাই ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম থাকে এই ফেসপ্যাক গুলি ব্যবহার করলে|

১. স্কিনটোনের সমতা রক্ষার জন্য ব্যাসন দইএর ফেসপ্যাক

উপকরণ

ব্যাসন ২-৩ চামচ, আলমন্ড অয়েল ২-৩ ফোঁটা|

পদ্ধতি

দই ও ব্যাসন ভালো করে মিশিয়ে ওতে দুই তিন ফোঁটা আলমন্ড অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরী করে নিন| এবার এই মিশ্রণ টি আপনার মুখে গলায় ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন| ১০-১৫ মিনিট রেখে হাতে অল্প জল নিয়ে হালকা করে ঘষে তুলে ফেলুন| ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন| এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন|এই ফেসপ্যাক আপনার মুখের কালো ছোপ দূর করে, এছাড়া অসম স্কিনটোনের সামন্জস্য রক্ষা করে আপনার ত্বক উজ্জল করে তোলে|

২. চট জলদি জেল্লাদার ত্বক পেতে ব্যাসন, দুধ ও হলুদের ফেসপ্যাক

উপকরণ

ব্যাসন ২-৩ চামচ, দুধ ৪ চামচ, কাঁচাহলুদ বাঁটা ১/২ চামচ|

পদ্ধতি

ব্যাসন ও দুধকাঁচা হলুদ বাটা( হারবাল হলুদ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে) মিশিয়ে মুখে ও গলায় মেখে ১৫ মিনিট মত অপেক্ষা করুন| ১৫ মিনিট পর হালকা গরম জলে হালকা হাতে সার্কুলার মোশনে ভালো করে মুখ ধুয়ে ফেলুন| নিমেষে পরিষ্কার ও জেল্লাদার ত্বক পেতে এই ফেসপ্যাক ব্যবহার করুন|

৩. উজ্জল ও নমনীয় ত্বকের জন্য ব্যাসন মধু ও কলার ফেসপ্যাক

উপকরণ

পাকা কলা ১ টি, ব্যাসন ২-৩ চামচ, মধু ১ বড় চামচ|

পদ্ধতি

একটি পাকা কলা, ২-৩ চামচ ব্যাসন ও ১ বড় চামচ মধু ভালো করে মিশিয়ে নিন| এবার মিশ্রণ টি ভালো করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন| ১৫ থেকে ২০ মিনিট রেখে ভালো করে হালকা গরম জলে মুখ ধুয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন| এটি আপনার ত্বক উজ্জবল করার সাথে সাথে মসৃন ও নমনীয় করে তোলে|

৪. আন্টি ট্যান ব্যসন ও গোলাপ জলের ফেসপ্যাক

উপকরণ

২-৩ চামচ ব্যাসন, গোলাপ জল ৩-৪ চামচ|

পদ্ধতি

ব্যসন ও গোলাপজল মিশিয়ে একটি পেস্ট মত বানিয়ে নিন| এবার এই ফেসপ্যাক টি মুখে গলায় ও ঘাড়ে মেখে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন| পুরোপুরি শুকিয়ে গেলে হাতে অল্প গোলাপ জল নিয়ে সার্কুলার মোশনে মুখ গলা ও ঘাড় হালকা হাতে ঘষে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন| এবার একটি ভিজে কাপড় দিয়ে মুখ মুছে একটি বরফের টুকরো মুখে ঘষে নিন| এতে আপনার ত্বকের ট্যান অচিরেই দূর হবে এবং ত্বক উজ্জল ও তরতাজা হয়ে উঠবে|

৫. অবাঞ্ছিত লোম দূর করার জন্য ব্যাসন, ডিমের সাদা অংশ ও চিনির ফেসপ্যাক

উপকরণ

২-৩ চামচ ব্যাসন, ১ টি ডিমের সাদা অংশ, ১/২ চামচ চিনি|

পদ্ধতি

অনেকেরই মুখের অবাঞ্ছিত লোম ত্বকের উজ্জলতা কে আড়াল করে| এই ফেসপ্যাক টি মুখের অবাঞ্ছিত লোম গুলিকে পরিষ্কার করে ত্বকের উজ্জলতা বাড়িয়ে তোলে| ব্যাসন, একটি ডিমের সাদা অংশ ও অল্প চিনি মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরী করুন| প্রথমে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে এই ফেসপ্যাক টি সমান ভাবে মুখে লাগিয়ে নিন| পুরোপুরি শুকিয়ে যাবার পর হাতে অল্প জল নিয়ে হালকা করে ঘষে নিয়ে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন| অনেকেরই মুখের অবাঞ্ছিত লোম ত্বকের উজ্জলতা কে আড়াল করে| এই ফেসপ্যাক টি মুখের অবাঞ্ছিত লোম গুলিকে পরিষ্কার করে ত্বকের উজ্জলতা বাড়িয়ে তোলে|

দেখছেন তো উজ্জল ত্বক পাওয়ার জন্য দামী ক্রিম বা পার্লারে যাবার আর দরকার নেই| বাড়িতে ব্যসন থাকতে আর চিন্তা কি?আপনি এই সমস্ত ফেসপ্যাক ট্রাই করতে পারেন তবে একটি ফেসপ্যাক ট্রাই করে কিছু দিন সময় নিয়ে অপর একটি ব্যবহার করুন| আপনার সমস্যা বা প্রয়োজন অনুযায়ী যে ফেসপ্যাক আপনার কার্যকরী বলে মনে হবে সেটি নিয়মিত ব্যবহার করুন|এর প্রতিটি উপাদান প্রাকৃতিক তাই ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে| যদি আপনার স্কিন অত্যন্ত সেনসেটিভ হয় সেক্ষেত্রে ফেসপ্যাক গুলি ব্যবহারের আগে হাতে লাগিয়ে কিছুক্ষণ দেখুন যদি কোনো রকম সমস্যা না হয় তবে মুখে মেখে নিন| এর পরেও কোনো সমস্যা হলে অবিলম্বে চিকিত্সকের পরামর্শ নিন|

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago