ত্বকের যত্নে ঘরোয়া ফেস প্যাক গরমকালের জন্য

ত্বকের বিশেষ যত্ন নিন গরমকালে। কারন রোদের তাপে ত্বকের যাবতীয় জেল্লা কমে যায় পাশাপাশি নানা সমস্যা দেখা দেয়। তাই অবহেলা না করে ত্বকের খেয়াল রাখুন। না হলে ব্রণ, ড্রাইনেস, কম বয়েসে ত্বকে বলিরেখা এসব দেখা দেবে। আপনার রান্নাঘরের কিছু সামান্য জিনিসের সাহায্যে বানিয়ে ফেলুন কিছু ফেস প্যাক। নিয়ম করে তা ব্যবহার করুন। দেখবেন এই গরমেও … পড়তে থাকুন ত্বকের যত্নে ঘরোয়া ফেস প্যাক গরমকালের জন্য