ত্বকের বিশেষ যত্ন নিন গরমকালে। কারন রোদের তাপে ত্বকের যাবতীয় জেল্লা কমে যায় পাশাপাশি নানা সমস্যা দেখা দেয়। তাই অবহেলা না করে ত্বকের খেয়াল রাখুন। না হলে ব্রণ, ড্রাইনেস, কম বয়েসে ত্বকে বলিরেখা এসব দেখা দেবে। আপনার রান্নাঘরের কিছু সামান্য জিনিসের সাহায্যে বানিয়ে ফেলুন কিছু ফেস প্যাক। নিয়ম করে তা ব্যবহার করুন। দেখবেন এই গরমেও ত্বকের জেল্লা বাড়ছে বই কমছে না।
হলুদ,দই, মধু এই তিনটি জিনিস প্রত্যেকের ঘরে থাকে। ব্যাস তাহলেও অপেক্ষা কিসের? বানিয়ে ফেলুন ফেস প্যাক। কিভাবে? নীচে বিস্তারিত বলে দেওয়া হলো।
উপকরন
হলুদের পেস্ট, টকদই, মধু। হাফ বাটি কাঁচা হলুদের পেস্ট, সাথে ৪ চা চামচ টকদই ও এক চা চামচ মধু লাগবে এই ফেস প্যাকটি বানাতে।
পদ্ধতি
প্রথমে একটি কাঁচের বাটিতে হলুদের পেস্ট নিন। খেয়াল রাখবেন একদম মিহি যেন হয় পেস্ট। এবার এতে ১ চা চামচ মধু মেশান। ভালো করে মিশিয়ে নিন। ৫ মিনিট রেখে এতে ৪ চা চামচ টকদই মেশান। তিনটি উপকরন ভালো করে মিশিয়ে নিন। এবার গালে, গলায় ভালো করে প্যাকটি লাগান। হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করুন।
ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ততক্ষণে আমাদের অন্যান্য লেখা হোমপেজে গিয়ে পড়ে নিতে পারেন। যাই হোক, এবার ঠাণ্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩দিন এই ফেস প্যাকটি নিয়ম করে লাগান। নিজেই বুঝতে পারবেন এর রেজাল্ট।
ঘরে বসে আরেকটি সহজ ও কার্যকরী ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা ও মধু দিয়েই এই প্যাকটি বানাতে পারবেন। ব্যাস তাহলেও অপেক্ষা কিসের? বানিয়ে ফেলুন ফেস প্যাক। কিভাবে? নীচে বিস্তারিত বলে দেওয়া হলো।
উপকরন
অ্যালোভেরা জেল ও মধু। ৬ চা চামচ অ্যালোভেরা জেল ও ২ চা চামচ মধু লাগবে এই ফেস প্যাকটি বানাতে।
পদ্ধতি
প্রথমে একটি কাঁচের বাটিতে অ্যালোভেরা জেল নিন। ৬ চা চামচ মত নিলেই হয়ে যাবে। এবার সাথে ২ চা চামচ মত মধু মেশান।দুইটি উপকরন ভালো করে মিশিয়ে নিন। এবার গালে, গলায় ভালো করে প্যাকটি লাগান। হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করুন।
ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৪ দিন এই ফেস প্যাকটি নিয়ম করে লাগান।
কি সহজ না ফেস প্যাক বানানো? তাহলে আর চিন্তা কিসের! লেখাটি অনুযায়ী এবার নিজের ফেস প্যাক নিজেই বানিয়ে নিন ও ব্যবহার করুন। নিয়ম করে যদি এই ফেস প্যাক দুটি ব্যবহার করেন তাহলে ত্বকের যাবতীয় সমস্যা কমবে। সাথে উপরি পাওনা হবে উজ্জ্বল ও মসৃণ ত্বক।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…