আমার চুল খুবই ড্রাই। অনেক কিছু করেও ড্রাইনেস কম হচ্ছিলো না। কিন্তু যেদিন থেকে এই হেয়ার প্যাকটি ব্যবহার করা শুরু করলাম সেদিন থেকে চুলের ড্রাইনেস কমতে শুরু হল।
বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে নিজের চোখেই। কিভাবে বানাবেন এই হেয়ার প্যাক ও ব্যবহার করবেন সব লেখার সাথে সাথে ছবিতে দেখে নিন। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে।
• দই মানে টক দই যা চুলের শুষ্কতা কমাতে সাহায্য করবে।
• মধু চুলকে ভিতর থেকে ময়েশ্চারাইজার করে ।
• নারকেল তেল চুলে তেলের যোগানের সাথে সাথে চুলকে মজবুত রাখে।
উপকরন
• টক দই এক বাটি। চুলের মাপ অনুযায়ী কম বেশি দই নিতে পারেন। আমার চুলে এক বাটি টক দই লাগে।
• মধু ২ চা চামচ। খাঁটি মধু পেলে খুব ভালো হয়। আমি ডাবার হানি ব্যবহার করি।
• নারকেল তেল ৩ থেকে ৪ চা চামচ। আমার চুলের মাপ অনুযায়ী ৪ চা চামচ তেল লাগে।
পদ্ধতি
• একটি কাঁচের বাটিতে টক দই নিন। ভালো করে ফেটিয়ে নিন।
• টক দইয়ের সাথে মধু মেশান ২ চা চামচ।
• সবার শেষে নারকেল তেল মেশান।
• রেডি আপনার হেয়ার প্যাক ব্যবহারের জন্য।
বানানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে হেয়ার প্যাকটি। এবার এই প্যাকটি ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। নীচের ছবিতে দেখুন আমি কিভাবে প্যাকটি চুলে লাগাচ্ছি।
হেয়ার প্যাকটি লাগানো হয়ে গেলে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন। ততক্ষণ আমার অন্যান্য লেখা আমাদের হোমপেজে পড়ে নিতে পারেন। ৩০ মিনিট পর ভালো করে ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। চেষ্টা করবেন পরের দিন শ্যাম্পু করার। আমি তাই করি। যদি সেদিন বাইরে যাওয়ার থাকে তাহলে শ্যাম্পু করতে পারেন। একমাস সপ্তাহে ৩ বার করে প্যাকটি ব্যবহার করুন ভালো ফল পেতে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…