Super Blood Wolf Moon Lunar Eclipse: ব্লাড মুন (চন্দ্রগ্রহণ) কবে কোথায়

গত বছরই সুপার ব্লাড মুন দেখা গিয়েছিল সারা পৃথিবী জুড়ে। যার সাক্ষী ছিল গোটা দেশসহ কলকাতাও। আবার সাক্ষী হতে চলেছেন সেই মহাজাগতিক বিষয়ের। আগামী ২০ বা ২১শে জানুয়ারি পুনরায় দেখা যাবে সুপার ব্লাড উল্ফ মুন। লাল রঙের চাঁদের শোভা দেখার সৌভাগ্য অনেক বছর পর পরই হয়। তাই এই সম্পর্কে জেনে নিন বিস্তারিত। ২০ না ২১ … পড়তে থাকুন Super Blood Wolf Moon Lunar Eclipse: ব্লাড মুন (চন্দ্রগ্রহণ) কবে কোথায়