গরমকাল শুরু হলেই সানস্ক্রিন ও ছাতা আমাদের পরম বন্ধুতে পরিণত হয়। কারণ সূর্যের তাপ নামক দস্যুর হাত থেকে এই দুটি জিনিসই আমাদের ত্বককে রক্ষা করে। তবে বর্তমান সময়ে সানস্ক্রিন শুধু গরমকালেই নয় শীতকাল বা বর্ষাকাল বা বলা যেতে পারে প্রায় সারা বছরই আমাদের নিত্যসঙ্গী। পুরুষ নারী নির্বিশেষে সকলেই এর ছত্র ছায়ায় নিজেদের ত্বককে সুরক্ষাপ্রদান করে। এই সানস্ক্রিন কি কি ভাবে আমাদের ত্বকের জন্য উপকারী আসুন দেখেনি।
সূর্যের ইউ-ভি রশ্মি আমাদের ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে আমাদের ত্বক খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। সানস্ক্রিন এই ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকের মাঝে অনেকটা ছাঁকনির মতো কাজ করে। ফলত আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হয়না।
আজকাল পরিবেশ দূষণ এতো বেড়ে গিয়েছে যে বাড়ি থেকে বেড়োনো মাত্র ধুলোবালি এবং রোদের তাপ আমাদের ত্বকের ক্ষতি করতে শুরু করে। ফলত আমাদের ত্বক তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলে। এছাড়া বলিরেখা, চামড়া কুঁচকে যাওয়া ইত্যাদি নানা সমস্যা দেখা যায়। সানস্ক্রিন এর নিয়মিত ব্যবহার এই সমস্ত রকম সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। ফলত যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে তাদের ত্বক অনেক বেশি ভালো থাকে এবং মুখে অকালেই বয়স জনিত ছাপ পড়ে না।
সানস্ক্রিন এর নিয়মিত ব্যবহার সানবার্ন এর হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। সাধারণত বাড়ি থেকে বেড়োনোর আধা ঘন্টা বা একঘন্টা আগে সানস্ক্রিন লাগিয়ে নেওয়া ভালো। এতে সানবার্ন কম হয়। সানবার্ন এর ফলে আমাদের ত্বক পুড়ে যায় ফলত আমাদের ত্বকে নানা ধরণের সমস্যা যেমন ফোঁড়া হওয়া বা মুখে লাল লাল দাগ হয়ে যাওয়া বা চুলকানি ইত্যাদি নানা রকম অবাঞ্চিত সমস্যা দেখা দেয়।
এই সানবার্ন সাধারণত সূর্যের ইউ ভি বি রশ্মির প্রভাবে হয়। এই সানবার্ন বেশি হলে অনেক সময় স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরী হয়।
কোলাজেন, কেরাটিন এবং এলাস্টিন এগুলি আমাদের ত্বকের প্রয়োজনীয় প্রোটিন উপাদান। সানস্ক্রিন এর ব্যবহার এই প্রোটিন গুলির রক্ষাকবচ হিসেবে কাজ করে। ফলত আমাদের ত্বকের জেল্লা বজায় থাকে এবং ত্বক মসৃন থাকে, অর্থাৎ ত্বকের সুস্বাস্থ্য বজায় থাকে।
রোদের অতিরিক্ত তাপের প্রভাবে অনেক সময় স্কিন টোনের অসমতা দেখা দেয়। অর্থাৎ মুখের বা দেহের যেসমস্ত অংশ সূর্যের সরাসরি তাপের প্রভাবে আসে সেগুলি পুড়ে যায়। ফলত এই অসামঞ্জস্যতা নজরে আসে। সানস্ক্রিন এই সমস্যা দূর করে। সানস্ক্রিন সাধারণত যেকোন রকম স্কিনটোনের ক্ষেত্রেই এর গুরুত্ব সমান। কারণ আপাত দৃষ্টিতে ধরা না পড়লেও সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকের যে ক্ষতি করে তা হয়তো অনেকদিন পরে সমস্যার সৃষ্টি করতে পারে।
এইসমস্ত কারণের জন্য সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেই সানস্ক্রিন ব্যবহার করার কিছু জরুরি নিয়মাবলী
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…