সৌরভ গাঙ্গুলি বলেন ঘরের ক্যাপ্টেন হন ঘরের গৃহবধূরা। এরকম বলার কারণ?

সৌরভ গাঙ্গুলি যদি মাঠের ক্যাপ্টেন হতে পারেন, তাহলে আপনি কেন ঘরের ক্যাপ্টেন হতে পারবেন না! আজ্ঞে হ্যাঁ। স্বয়ং সৌরভ গাঙ্গুলি মনে করেন একথা। তা দাদার পক্ষে এ কথা ভাবাই স্বাভাবিক। মাঠে যিনি অমন নিপুণভাবে সামলাতেন সবকিছু, তাঁর ঘরের গৃহবধূদের দেখে ক্যাপ্টেন বলে তো মনে হবেই। ভাবুন তো, আপনি কি নিজেও নিজেকে ক্যাপ্টেন বলবেন না? বাইশ … পড়তে থাকুন সৌরভ গাঙ্গুলি বলেন ঘরের ক্যাপ্টেন হন ঘরের গৃহবধূরা। এরকম বলার কারণ?