ঘরোয়া ভাবেই বানিয়ে ফেলুন শসার ফেসপ্যাক

স্যালাডের জন্য যে ফলটি সব থেকে বেশি বাবহৃত হয় সেটি হল শসা। গরমের দিনে দেহকে ঠাণ্ডা রাখতে শসার মত উপকারি ফল খুব কমই আছে। সহজলভ্য এই ফলটি দেহের সাথে সাথে ত্বকের জন্যও বেশ উপকারি। এতে আছে ভিটামিন- সি, এ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও আরও অনেক পুষ্টিগুণ। এছাড়াও এর খোসা সেটিও কিন্তু ফেলে দেবার নয়। কারণ … পড়তে থাকুন ঘরোয়া ভাবেই বানিয়ে ফেলুন শসার ফেসপ্যাক