শীতের মেকআপ কেয়া শেঠের টিপস

সামনেই ক্রিসমাস,তারপর নিউ ইয়ার পার্টি।আরও কত কি!শীতে এখন পার্টি লেগেই থাকবে।তার জন্য ড্রেসও রেডি।কিন্তু সমস্যা হল ড্রেসটা মনের মত পরলেও,তার সাথে মানানসই মেকআপ করা নিয়ে কিন্তু বেশ কনফিউশন হয়।যেমন কমপ্যাক্ট লাগাবো নাকি লাগাবো না।লাগালে মুখটা আরও শুকিয়ে যাবে।কিন্তু না লাগালে আবার মেকআপটা ঠিক কমপ্লিট হবে না।আসলে ঠিক কিভাবে মেকআপ করলে মুখটাও শুকিয়ে যাবে না আবার … পড়তে থাকুন শীতের মেকআপ কেয়া শেঠের টিপস