রসুনের নানা গুণের কথা নিশ্চয়ই অ্যাদ্দিনে আপনি অনেক জেনে গেছেন! সৌন্দর্য চর্চায় রসুন অনেক উপকারী ভূমিকা রাখে। এতে বহু ভেষজ গুণাগুণ রয়েছে। সচরাচর আমরা খাবারে বিশেষ স্বাদ আনতে রসুন ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি, আপনার চুলকেও সুন্দর রাখতেও রসুন দারুণ উপকার দেয়!
কালো মজবুত চুল যেমন আপনাকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়, তেমনই চুলের যেকোনো সমস্যাই আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়।নারী-পুরুষ উভয়েই প্রতিনিয়ত চুলের নানা সমস্যায় ভুগছেন। তাঁদের অধিকাংশই নিরাশায় ভোগেন, অন্যদের চুল দেখে কষ্ট পান! তাঁদের মতো স্বাস্থ্যোজ্জল চুল পেতে মন চায়। কিন্তু সময়ের কারণে স্পেশালিস্টদের কাছে যেতে পারছেন না, চুলের নিয়মিত যত্ন নিতে পারছেন না। হতাশ হবেন না! ঘরোয়া উপায়েই আপনি পেতে পারেন দারুণ স্বাস্থ্যোজ্জল চুল।
চুলের যেকোনো সমস্যার প্রধান কারণ অপুষ্টি। চুলের নিয়মিত পুষ্টি উপাদানের যোগান সরবরাহ করতে পারলে আপনার চুলের সকল সমস্যাই দূর করা সম্ভব। রসুনে অ্যালিসিন (allicin) নামক একটি পদার্থ থাকে যা রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বৃদ্ধি করে, ফলে নতুন চুল জন্মায়।
এটি আপনার ত্বকে অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব যোগ করে। এছাড়া এতে ভিটামিন বি এবং সি, কপার, আয়রন, জিঙ্ক, সালফার ইত্যাদি রয়েছে। জিঙ্ক হেয়ার সেল তৈরি করতে সাহায্য করে।কপার চুলের স্বাভবিক কালো রঙ ধরে রাখে। আয়রনের কারণে অক্সিজেনের সঞ্চালন বাড়ে। ডি.এইচ.টি. হরমোন বৃদ্ধিতে রসুন সাহায্য করে। যা ত্বকের বিভিন্ন রোগ নিরাময় করে ।
রসুনে এমন অনেক গুণাগুণ রয়েছে যা চুলের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম। চুল পড়া রোধের কার্যকরী উপায় হিসেবে রসুন ব্যাপকভাবে পরিচিত। এটি চুল পড়া বন্ধ করার সাথে সাথে নতুন চুল ওঠাকে ত্বরান্বিত করে।
উপকরণ
রসুনের রস পরিমাণ মতো।
পদ্ধতি
রসুনের রস একটি বাটিতে সংগ্রহ করুন। এটি আপনার দৈনন্দিন ব্যবহারের তেলের সাথে মিশিয়ে নিন। এয়ার টাইট বোতলে সংরক্ষণ করুন। এতে রসুনের গুণাগুণ অক্ষুন্ন থাকবে ।
যাদের চুল শুষ্ক তাঁদের জন্য এই প্যাকটি কাজে দেবে।
উপকরণ
রসুনের রস ২ টেবিল চামচ।
পদ্ধতি
আগে রসুনের রস একটি পাত্রে সংগ্রহ করুন। ব্যবহারের আগে গোলাপজলে চুল ভালোভাবে ভিজিয়ে নিন। কারণ গোলাপজল চুলের আর্দ্রতা ধরে রাখে। এরপর মাথার ত্বক ও চুলে রসুনের রসটুকু মালিশ করুন ভালো করে।
যাদের মাথায় উকুন আছে তারা এই টনিকটি ব্যবহার করলে উপকার পাবেন। রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না।
উপকরণ
বড় আকারের ৮/১০ টি রসুনের কোয়া, ৩-৪ চামচ লেবুর রস।
পদ্ধতি
রসুনের কোয়া পেস্ট করুন আর এর সাথে ৩-৪ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার পেস্টটি মাথায় লাগিয়ে ৩০মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রসুনের রস লাগানোর ক্ষেত্রে সাবধান হন। আপনার মাথার ত্বকে যদি কোনো ক্ষত থাকে তবে রসুনের রস ব্যবহার না করাই ভালো। তৈলাক্ত চুলে বাড়তি তেল দেবার প্রয়োজন নেই। অধিক সময় ধরে রসুনের রস লাগিয়ে রাখবেন না।
আর এবার দেরী না করে যে হেয়ার প্যাকটি আপনার চুলের সাথে মানানসই সেটি আপনার চুলে প্রয়োগ করুন। নিয়মিত চুলের যত্ন নিতে অবশ্যই ব্যবহার করুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…