পার্টিতে যাবেন। কিন্তু ওয়ার্ডরোবের সামনে দাঁড়িয়ে কোন রঙের পোশাক পরবেন ভাবতে ভাবতেই মুডটা অফ হয়ে গেল? মানছি, আপনার গায়ের রঙ কালো। কিন্তু ভাবুন তো, স্রেফ গায়ের রঙ কালো বলে মুড অফ করে বসে থাকবেন নাকি? নাকি শপিং মলে গিয়ে রঙ-বেরঙের জামাকাপড় দেখে ট্রাই করার কথা ভাবলেই মেজাজ গরম হয়ে যায়? ভাবেন নিশ্চয়ই যে আপনার গায়ের রঙ কালো বলে কোনো রঙের পোশাকই আপনাকে মানাবে না? আপনার মন খারাপের দিন এবার শেষ। গায়ের রঙ কালো ঠিক আছে, কিন্তু কে বলে আপনার হরেক রঙের পোশাক পরে সাজতে মানা? আজ জেনে নিন কোন কোন রঙের পোশাক আপনার ডার্ক স্কিন টোনের জন্য বেস্ট ও কেন।
‘নীল রঙ ছিল ভীষণ প্রিয়’ গানটা শুনেছেন? আজ্ঞে হ্যাঁ। এবার থেকে কিন্তু নীল রঙ আপনারও ভীষণ প্রিয় হয়ে উঠতে চলেছে। রঙ যদি কালো হয়, তাহলে নির্দ্বিধায় নীল আপনার অন্যতম বেস্ট অপশন হতে পারে, ঠিক আমারই মতো। তবে বুঝতেই পারছেন, নীল মানে তো শুধু নীল না, নীলেরও তো নানারকম শেড আছে। এবার আপনাকে বাছতে হবে কোন শেডটা আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করবে। বেশী ডার্ক শেডের নীল পছন্দ না করাই ভালো। ওতে আপনার চাপা রঙ আরও চেপে যাবে। তার চেয়ে বাছুন না কোবাল্ট ব্লু, টারকোয়াইজ, অ্যাকোয়া ইত্যদি উজ্জ্বল নীলের শেড। দেখবেন এবার বন্ধুদের আড্ডায় আপনিই হিট!
অবাক হচ্ছেন তো? লাল রঙ আপনার কালো গায়ের রঙের সাথে খাপ খাবে না মোটে—এসব কথাই নিশ্চয়ই আপনি এতদিন শুনে এসছেন? এবার পালা ওসব আদ্যিকালের বস্তাপচা ধ্যান-ধারণাকে বদলে ফেলার। লাল ইউনিভার্সাল রঙ, ঠিক করে পরে যদি বোল্ডলি হ্যান্ডেল করতে পারেন, তবে এবারের পার্টিতে কিন্তু আপনিই হটেস্ট হয়ে উঠতে পারেন। আর আপনার ডার্ক স্কিন টোনকেও পারফেক্টলি উজ্জ্বল করে তুলতে পারে লাল। তবে একটু উজ্জ্বল লাল বাছুন, কমলা ঘেঁষা লাল যদি আপনি পছন্দ করেন, তাহলে সেটাও ট্রাই করতে পারেন। আর সাথে আপনার পোশাকের শেডের সাথে ম্যাচ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিন। তাহলে কেল্লা ফতে!
চমকাবেন না। সবুজও কিন্তু নানা শেডের হতে পারে। আপনার স্কিন টোনের সাথে ডার্ক গ্রিন মানাবে না, মানছি। কিন্তু ভেবে দেখুন, আপনার ডার্ক স্কিন টোনের সাথে উজ্জ্বল সবুজের কোনো শেড! কি মারাত্মক পারফেক্ট কম্বিনেশন হতে পারে! টিল, সি গ্রিন—এসমস্তই কিন্তু সবুজের উজ্জ্বল ভাইব্র্যান্ট শেড। ওয়ার্ডরোবে এবার সাহস করে রাখতেই শুরু করুন না, দেখবেন, আপনার কালার সেন্স দেখে সবাই আপনার প্রশংসা করছে।
জানেন কি, গ্রে-কে কিছুদিন আগেও ধর্তব্যের মধ্যে ধরা হতো না। গ্রে মানেই ছিল তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয়। কিন্তু গ্রে এখন ফ্যাশনে বিন্দাস ইন। আর বিশেষ করে আপনার স্কিন টোন যদি ডার্ক হয়, তাহলে তো আর কথাই নেই! সিলভার আর ব্ল্যাকের মাঝামাঝি গ্রে-ই কিন্তু এখন আপনার বেস্ট কালার হয়ে উঠতে পারে। কীভাবে? আজই একটা গ্রে পোশাক ট্রাই করেই দেখুন। খারাপ লাগলে না হয় আমাদের দোষ দেবেন!
লালের মতো কালোও কিন্তু ইউনিভার্সাল কালার। আর কালো, জানেনই যে কোনো স্কিন টোনের সাথেই দিব্যি মানিয়ে যায়। আর বিশেষ করে গায়ের রঙ যদি চাপা হয়? তাহলে তো কালোয় সোহাগা! আপনার ডার্ক স্কিন টোনকে অন্তত দু’ধাপ উজ্জ্বল করে তুলতে পারে কালো রঙের একটা হট ড্রেস। তবে কালোর সব শেড নিয়ে আবার পরীক্ষা করতে যাবেন না। শিমারিং ব্ল্যাক, জেট ব্ল্যাক শেড দেখুন। আর হ্যাঁ। কালোর ক্ষেত্রে ফ্যাব্রিক কিন্তু গুরুত্বপূর্ণ। মিক্স নেট, শিফন বা লেদারি ব্ল্যাক ফ্যাব্রিক বাছুন। দেখবেন আপনাকে হট অ্যান্ড সেক্সি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
হলুদ কিন্তু খুবই এনারজেটিক রঙ। নিওন রঙের শেড আপনার গায়ের রঙের সাথে মানাবে না ঠিকই। কিন্তু সানফ্লাওয়ার ইয়েলো, অ্যাম্বার শেড আপনাকে ভালোই মানাবে, বিশ্বাস করুন। তাই এবার সাহস করে কিনেই ফেলুন হলুদ রঙের জামা। দেখবেন হলুদ জামায় আপনার ডার্ক স্কিন টোনকে দু’ধাপ উজ্জ্বল করে দিয়েছে।
তাহলে গায়ের রঙ কালো বলে এবার মন খারাপের দিন শেষ। শপিং করুন মনের আনন্দে, যা খুশি রঙ বাছুন। আর হ্যাঁ, মনে রাখুন, যাই পরবেন, বোল্ডলি ক্যারি করুন। আপনি কালো হতে পারেন। সব রঙ আপনাকে নাই মানাতে পারে। কিন্তু আপনাকে সুন্দর দেখানোর জন্য ওই বোল্ডনেসটাই ইউ.এস.পি.।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…