ছাতা না নিয়ে বুক ফুলিয়ে রোদে হেঁটে বেড়ান তো? বাড়ি এসে আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনও ভালো করে? দেখবেন রোদে পুড়ে পুরো ঝামা পাথরের মতো লাগছে।
জানি, আপনার রোদে ঘুরে বেড়াতে ভালো লাগে। কিন্তু আমাদের দেশে রোদে যদি বিনা ছাতায় ঘুরে বেড়ান, তাহলে আপনার ত্বকের কিন্তু একেবারে যাচ্ছেতাই অবস্থা হবে। তাই আপনার রোদে পোড়া ত্বকের কালো দাগ দূর করতে এবার ‘দাশবাস’ টিপস নিয়ে হাজির আমরা।
নিশ্চয়ই জানেন যে সূর্যের আলোয় আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনী রশ্মি থাকে, যা আপনার ত্বকের সংস্পর্শে এলে ত্বককে পুড়িয়ে লাল করে দেয়। রোদে পোড়া দাগ যদি দূর না করেন তাহলে কিন্তু তা ক্যান্সারের রূপও নিতে পারে। তাই আসুন জেনে নিই সেই মোক্ষম দাওয়াইগুলো যা দিয়ে চুটকিতে পোড়া দাগ ভ্যানিশ করতে পারবেন।
বেকিং সোডা কিন্তু অ্যালকালাইন জাতীয় পদার্থ। আর তাই বেকিং সোডা যদি আপনার রোদে পোড়া ত্বকে লাগাতে পারেন, তাহলে পোড়ার জ্বালাও কমবে, আবার দাগও দূর হবে।
ত্বকের যত্নে যে কোনো সমস্যার সহজ সমাধান আপনি কিন্তু পাবেন অ্যালোভেরার কাছে। অ্যালোভেরার অ্যান্টি- ইনফ্লেমেটরি গুণ থাকায় তা ত্বকের পোড়া দাগ সহজেই দূর করে ও ত্বকের প্রদাহকে কমায়।
আপনার ত্বকের পোড়া দাগ কমিয়ে ত্বককে আগের মতো জেল্লাদার আর মাখনের মতো বানাতে কিন্তু দুধের জুড়ি নেই। দুধে প্রচুর পরিমাণে ফ্যাট আর প্রোটিন থাকে, যা ত্বককে নরম করে। আর তাছাড়া দুধের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকে যা আপনার পোড়ার জ্বালাকে কমাতে সাহায্য করে।
নারকেল তেল কিন্তু আপনার রোদে পোড়া কালো দাগ কমাতে আপনার বেস্ট অপশন হতেই পারে। নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার ত্বককে ময়েশ্চারাইজড করে। তাছাড়া নারকেল তেলে থাকা ভিটামিন ই ত্বককে মসৃণ করে আর ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে।
আর রোদে পোড়া ত্বক থেকে যদি ইন্সট্যান্ট মুক্তি পেতে চান? তাহলে কিন্তু আপনাকে আলু ট্রাই করতেই হবে। আসলে আলুতে স্টার্চ থাকে, যা রোদের পোড়া কালো দাগ তাড়াতাড়ি সরাতে পারে।
আর আপনার ত্বককে যদি ভালো রাখতে চান, তাহলে রোদে বেড়োনোর সময় সানস্ক্রিন মাখতে আর ছাতা নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আর টেনশন কীসের? এবার রোদে বেড়োন মজাসে। আর ঘুরে ঘুরে যদি ত্বক পুড়ে যায়? চাপ নেই! ‘দাশবাস’ তো রইলোই।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
ভরসা হতে পারি emon কিছু bolun
ফর্সা হওয়ার কোন টিপস নেই। যার যা স্কিন কালার তাই থাকবে। তবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে টকদই, মধু, পাতিলেবুর রস মিশিয়ে সপ্তাহে তিনবার করে মুখে লাগান। ৩০ মিনিট মত রেখে মুখ ধুয়ে নিন। ভালো রেজাল্ট পাবেন।