ফ্যাশন

পুরনো শাড়ি নতুন ভাবে ব্যবহার করুন এই ৬ উপায়ের সাহায্যে!

মাইনে থেকে আলাদা করে টাকা সরিয়ে শখ করে কিনেছিলেন জমকালো ডিজাইনার শাড়িটা। কিন্তু নয় নয় করে আজ প্রায় অনেক দিন ধরেই আলমারিতে পড়ে রয়েছে একসময়ের সাধের ডিজাইনার শাড়ি। ইতিমধ্যে একাধিকবার পরে সোশ্যাল মিডিয়ায় ছবিও দেওয়া হয়েছে গিয়েছে।

এককথায় পুরোনো হয়ে গিয়েছে শাড়িটি। কিন্তু পুরনো হলেও ফেলে দিতে একেবারেই মন চাইছে না। আপনার এই সমস্যার সমাধান বাতলে দেবে দাশবাস বাংলা। দেখে নিন পুরনো শাড়িকে ফের নতুনের মতো বানিয়ে পরার কয়েকটি সহজ উপায়।

১) শাড়ি হয়ে উঠুক লেহেঙ্গা

  • ডিজাইনার লেহেঙ্গার পিছনে অহেতুক টাকা খরচ না করে, ডিজাইনার পুরনো শাড়ি থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন লেহেঙ্গা।
  • এর জন্য শাড়ির আঁচল দিয়ে শুধু লেহেঙ্গার ওড়না বানিয়ে নিন। শাড়ির পাড় অথবা শাড়ির কোমরের কাছে কুচির অংশ দিয়ে লেহেঙ্গার স্কার্টও বানিয়ে নিতে পারেন। সেরকম হলে দুটোই বানিয়ে নিতে পারেন।
  • এর জন্য প্রথমে শাড়ির আঁচলের অংশটি দর্জিকে দিয়ে কাটিয়ে নিয়ে লেহেঙ্গার ওড়না বানিয়ে নিন।
  • এবার কনট্রাস্ট ফেব্রিকের লেহেঙ্গা স্কার্টের সঙ্গে কম্বিনেশন করে পড়ুন ওড়না। অথবা শাড়ির কোল এবং কুচির অংশ কেটে নিয়ে বানিয়ে নিতে পারেন লেহেঙ্গার স্কার্টও।

২) শাড়ি হতে পারে পালাজো

  • ডিজাইনার শাড়ি কিন্তু খুব সুন্দর পালাজো হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে দর্জির কাছে মাপ দিয়ে কাপরের অংশ কেটে নিন।
  • আপনার পালাজোতে কতখানি ঘের থাকবে তার ওপর নির্ভর করেই শাড়ির অংশ কেটে নিতে হবে।
  • এবার দর্জিকে দিয়ে আপনার কোমরের মাপে বানিয়ে নিতে পারেন খুব সুন্দর পালাজো।
  • শাড়িতে যদি সুন্দর পার থাকে তা কোমর এবং পায়ের কাছে লাগিয়ে নিতে পারেন।
  • কনট্রাস্ট ক্রপ টপের সঙ্গে আপনার লুক হবে নজরকাড়া।

৩) শাড়ি থেকে ওয়ান পিস ড্রেস

  • শাড়ি থেকে তৈরি করতে পারেন ওয়ান পিস ড্রেসও। ট্রাডিশনাল শাড়িকে ওয়েস্টার্ন লুক দিতে এই এক্সপেরিমেন্টটি করতেই পারেন।
  • এজন্য কোনও ডিজাইনারকে দিয়ে নিজের মাপে একটা ড্রেস ডিজাইন করুন।
  • ড্রেসের হাতের কাছে কেমন ডিজাইন রাখবেন, কোমরের কাছেই বা ডিজাইন কেমন হবে এই বিষয়ে তাঁর সঙ্গে বিশদে আলোচনা করে নিন।
  • এরপর শাড়ি কেটেই তৈরি হতে পারে ওয়ান পিস ড্রেস।

৪) শাড়িই হয়ে উঠুক ফ্লোর লেন্থ স্কার্ট

  • ডিজাইনার স্কার্ট কিন্তু কখনওই ওল্ড ফ্যাশনড হয় না। তাই আপনার পুরনো ডিজাইনার শাড়ি থেকেই বানিয়ে নিতে পারেন ফ্লোর লেন্থ স্কার্ট।
  • প্রয়োজনে নীচের দিকে লাগিয়ে নিতে পারেন অতিরিক্ত লেস বা পাড়, একইভাবে মনে করলে কোমরেও লাগিয়ে নিতে পারেন পাড়।
  • শাড়ি যদি ট্রান্সপারেন্ট হয়, তাহলে শাড়ির রঙের অতিরিক্ত কাপর ভেতর দিয়ে লাগিয়ে দিতে পারেন।
  • লং কুর্তির সঙ্গে জমে উঠবে বিয়ে বাড়ি স্পেশাল লুক।

৫) শাড়ির আঁচল হতে পারে ট্রেন্ডি দোপাট্টা/ওড়না

  • কিছু কিছু শাড়ির আঁচলের ডিজাইন এতটাই সুন্দর হয় যে, তা সত্যিই ফেলে দিতে ইচ্ছে করে না।
  • আর কোনও চিন্তা নেই। শাড়ির আঁচলের অংশটি কেটে নিয়ে আপনি বানিয়ে নিতে পারেন সুন্দর দোপাট্টা।
  • সেইসঙ্গে ধারের দিকে কুঁচি দিয়ে বা লেস লাগিয়ে নিলেই এর চেহারা বদলে যাবে।
  • আজকাল শুধু শালোয়ার নয়, স্কার্টের সঙ্গেও দোপাট্টা নেওয়াটা ফ্যাশন।
  • ট্রাই করতে পারেন এমন ফিউশন লুক।

৬) শাড়ি হতে পারে অসাধারণ অ্যাকসেসারিজও

  • আজকাল শাড়িতেও আসছে ইন্দো ওয়েস্টার্ন লুক। শাড়ির সঙ্গে কোমরে বেল্ট পরার একটা নতুন ফ্যাশন ট্রেন্ড প্রায়শই চোখে পড়ে বি-টাউনে।
  • আপনার পুরনো শাড়ির পাড়টি যদি হয় চোখ ধাঁধানো তাহলে সেই পার কেটে নিয়ে বানিয়ে নিতে পারেন বেল্ট।
  • বেল্টের একপাশে হুক আর অন্যপাশে হুক লাগানোর খোপ বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেল্ট।
  • এই বেল্ট আপনি শাড়ি বা জাম্পশ্যুটের সঙ্গেও পরতে পারেন।
Indrani Mukherjee

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago