আপনি কি সান ট্যান-এর প্রবলেমে ভুগছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। সূর্য থেকে নির্গত ইউ-ভি রশ্মি, এক্সেসিভ ডাস্ট পলিউশন, অত্যাধিক চিন্তা অথবা অতিরিক্ত মাত্রায় ওয়ার্ক প্রেসার কিংবা স্কিন-এ ঘন ঘন কেমিক্যাল ব্লিচ বা মেকআপ ইউজ, অল্প বয়সেই স্কিন ট্যান-এর অন্যতম কারণ। জাস্ট পাঁচটি হোমমেড ট্যান রিমুভার ফেসপ্যাক, আপনার এই প্রবলেম কে সহজেই সলভ করবে।
আপনার প্রয়োজন হবে –
১. এক টেবিল চামচ লেবুর রস
২. এক টেবিল চামচ কুমড়া নির্যাস বা কুমড়ার পেস্ট
৩. এক টেবিল চামচ গোলাপ জল
আপনাকে কি করতে হবে –
১.উপরিউক্ত সমস্ত উপাদান গুলি একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
২.হাতের আঙ্গুলের সাহায্যে মিশ্রণটিকে খুব যত্ন সহকারে মুখে, নিচের থেকে উপর করে মেখে নিন।
৩.১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
কমপক্ষে দুই মাস প্রতিদিন নিয়মিত এই প্যাকটি কে ইউজ করুন।
প্যাকটির উপকারিতা
লেবুর রসে থাকা ভিটামিন সি, ত্বকের বলিরেখা বা স্কিন ট্যান রিমুভ করবে। এবং কুমড়া রস এবং গোলাপ জল পোড়া এবং দাগযুক্ত ত্বককে শান্ত করবে।
আপনার প্রয়োজন হবে –
১. ১/২ হাফ কাপ কুচনো পাকা পেঁপে
২. এক চামচ মধু
আপনাকে কি করতে হবে –
১. একটি কাঁচের বাটিতে উপরিউক্ত পরিমাণ পাকা পেঁপে এবং মধু রাখুন।
২. এবারে পেঁপে এবং মধু ব্লেন্ড করুন।
৩. এখন ব্লেন্ড করা প্যাকটিকে মুখে মেখে নিন।
৪. কমপক্ষে আধ ঘণ্টা অপেক্ষা করার পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন অথবা তিন দিন এই প্যাকটি কে ইউজ করার চেষ্টা করুন।
প্যাকটির উপকারিতা
পেঁপেতে থাকা পাপাইন নামক এনজাইম, ত্বকের বলিরেখা দূরীকরণে সাহায্য করে। আর মধু ত্বককে নমনীয় করে তোলে। এই প্যাকটি একটি সস্তা এবং কার্যকর ট্যান অপসারণের হোম রেমেডি।
আপনার প্রয়োজন হবে –
১. এক চামচ টক দই
২. এক চামচ টমেটোর জুস
আপনাকে কি করতে হবে –
১. একটি কাচের বাটিতে উপরিউক্ত পরিমাণ টক দই এবং টমেটো জুস নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২. অতঃপর মুখে নিচের থেকে উপরে অর্থাৎ ৯০ডিগ্রী অ্যাঙ্গেলে, আঙুলের সাহায্যে আকারে লাগিয়ে নিন।
৩. কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করুন।
৪. ভালো ফল পেতে ঈষদুষ্ণ জলে অতঃপর মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন এই প্যাকটি ব্যবহার করার চেষ্টা করুন।
প্যাকটির উপকারিতা
সাইট্রিক প্রপার্টিস অরিয়েন্টেড টমেটো একটি ন্যাচারাল ট্যান রিমুভার। একটি টোনার হিসেবেও ভালো কাজ করে। আর টক দই ত্বককে স্মুথ এবং সফট করতে সাহায্য করে।
আপনার প্রয়োজন হবে –
১. চার থেকে পাঁচটি স্ট্রবেরি
২. দুই চামচ দুধ
আপনাকে কি করতে হবে –
১. প্রথমেই উপরিউক্ত পরিমাণ স্ট্রবেরি এবং দুধ নিয়ে ব্লেন্ড করে একটি প্যাক তৈরি করুন।
২. এই ব্যক্তিকে অতঃপর আপনার মুখে ইউজ করুন।
৩. না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৪. শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তায় অবশ্যই 2 দিন ব্যবহার করুন।
প্যাকটির উপকারিতা
স্ট্রবেরি একটি ন্যাচারাল এক্সফলিয়াটরস যা স্কিনের ডেড সেল গুলিকে রিমুভ করে। স্কিন কে হালকা এবং ময়েশ্চারাইজ করে তোলে।আর স্কিনের উপর দুধের গুণাগুণ নতুন করে না বলাই ভালো।
আপনার প্রয়োজন হবে –
১. হাফ বাটি আনারসের টুকরো
২. মধু এক চামচ
আপনাকে কি করতে হবে –
১. প্রথমেই হাফ বাটি আনারসের টুকরোকে ব্লেন্ড করে তার থেকে এক চামচ আনারসের রস একটি কাচের বাটির মধ্যে রাখুন। অতঃপর এক চামচ মধু মিশিয়ে ভাল করে মিক্স করুন।
২. এই মিশ্রণটিকে এবারে মুখে ইউজ করুন।
৩. ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৪. মিশ্রণটি শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে মুখ পরিষ্কার করে ফেলুন।
এভরি অল্টারনেটিভ ডে-তে ইউজ করুন।
প্যাকটির উপকারিতা
আনারসের থাকা ব্রোমেলাইন, স্কিন-এর ডেড সেল রিমুভ করে। ভিটামিন সি স্কিনের বলিরেখা দূরীকরণের সহায়ক। আর আনারসের সঙ্গে মধুর মিশ্রণ, কার্যক্ষমতা চার গুণ বাড়িয়ে দেয়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Jekono 1ta Krle hbe to
Ha