রাতে দাঁত ব্রাশ না করলে হতে পারে যেসব অপূরণীয় ক্ষতি

আমরা সবাই চাই সুন্দরভাবে হাসতে। হাসি আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। আমাদের মন ভাল রাখে। কিন্তু, ভাবুন তো, যদি আপনার হাসির সময় আপনার হলুদ দাঁত অন্যের নজরে আসে, যদি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসে তাহলে কী বাজে ব্যাপারটাই না হবে। নিশ্চয়ই আপনি সেটা চান না। আপনি বলবেন যে আপনি তো রোজ দাঁত মাজেন ঘুম … পড়তে থাকুন রাতে দাঁত ব্রাশ না করলে হতে পারে যেসব অপূরণীয় ক্ষতি