রাস্তায় সিঁদুর মাখা লেবু পরে থাকলে কেন পা দিতে মানা করা হয়?

জানি এই নিয়ে আপনার অনেক কৌতূহল মনে জমে আছে। বাড়ি থেকে বেড়োচ্ছেন, পায়ের নীচে পড়ল সিঁদুর মাখা লেবু, ব্যস, হয়ে গেল আপনার বাড়ি থেকে বেড়োনো। বড়দের মানা টপকে যদিও বা আপনি বেড়োন, আপনার মন তো খচখচ করতেই থাকবে। আর তার ওপর যদি আপনার সঙ্গে সামান্য কোনো দুর্ঘটনাও হয়, তাহলেই ষোল কলা পূর্ণ। সেটাও আপনি ভাববেন … পড়তে থাকুন রাস্তায় সিঁদুর মাখা লেবু পরে থাকলে কেন পা দিতে মানা করা হয়?