রামতুলসী ও কৃষ্ণতুলসীর মধ্যে তফাৎ কি?কোনটা দিয়ে পূজা হয়,কেন

আপনি যদি কোনো অচেনা জায়গায় বেড়াতে বা কাজের সূত্রেই যান,যেখানে বাঙালীর বসবাস কম,সেখানে আপনি যদি কোনো বাড়িতে দেখেন একটা টবে একটা তুলসীর চারাকে সযত্নে ধূপধুনা দিয়ে পূজা করা হয়েছে,তাহলে বুঝবেন আপনি কোনো বাঙালি বাড়িতে এসেছেন,যেখানে বাড়ির এককোণে একটা ছোট্ট তুলসীর টব থাকবেই।কারণ হিন্দু ধর্মে তুলসীকে খাওয়ার থেকে বেশী পূজা করা হয়।এর মাহাত্ম্যই আলাদা।তবে এই তুলসীরও কিন্তু … পড়তে থাকুন রামতুলসী ও কৃষ্ণতুলসীর মধ্যে তফাৎ কি?কোনটা দিয়ে পূজা হয়,কেন