প্রধানমন্ত্রী শহর আবাস যোজনায় আবেদনের পদ্ধতি

স্বপ্ন দেখেন তো নিজের একটা বাড়ির? দুটো ছোট্ট ঘর, একটা বারান্দা, একটু বাগান, এই তো ছোট আশা থাকে আমাদের। কিন্তু টাকা কোথায় পাবো এই স্বপ্ন পূরণ করার- এই ভাবেন তো? এখন আর বেশী ভাববেন না। আপনার মতো আরও অনেকের স্বপ্ন পূরণের কারিগর হয়ে এসেছে প্রধানমন্ত্রী শহর আবাস যোজনা। এতে আপনারা মাথার ওপর ছাদ করার টাকাটা … পড়তে থাকুন প্রধানমন্ত্রী শহর আবাস যোজনায় আবেদনের পদ্ধতি