রাতে ঘুমানোর সময় চুলের খেয়াল নেওয়ার সহজ ৭টি টিপস – চুল ফাটা বন্ধ

সকালে ঘুম থেকে উঠে যেই চুলে হাত দিলেন অমনি দেখলেন যে হাতে উঠে এল একগোছা চুল। আর এর জন্যই সারাদিন আপনার মন খারাপ হয়ে থাকবে। আপনি ভাববেন যে আপনি চুলে নিয়মিত তেল দেন, প্যাক ব্যবহার করেন, তাও কেন চুল পড়ছে। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে চুলের যত্ন নেন তো? কি, আঁতকে উঠলেন! হ্যাঁ, শুতে যাওয়ার আগেও … পড়তে থাকুন রাতে ঘুমানোর সময় চুলের খেয়াল নেওয়ার সহজ ৭টি টিপস – চুল ফাটা বন্ধ