পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন নাকি মেন্সট্রুয়েশন কাপ—কোনটা ব্যবহার করবেন?

পিরিয়ড হলেই নিশ্চয়ই মাসের ওই কটা দিন খানিক সমস্যায় পড়ে যান আপনি? রাস্তাঘাটে বেরোলে তো অসুবিধার একশেষ, নয়তো মাঝে মাঝে প্যাড পাল্টানোর জ্বালা—ভোগান্তির আর শেষ নেই। আর তা যাও বা আপনি আজকাল মা-ঠাকুমাদের কাপড়ের আমল পেরিয়ে স্যানিটারি ন্যাপকিনে স্বস্তি খুঁজেছেন, কিন্তু তাতেও চিন্তার শেষ নেই। প্যাড, বা যাকে বলা হয় ন্যাপকিন, তা আদৌ ব্যবহার করা … পড়তে থাকুন পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন নাকি মেন্সট্রুয়েশন কাপ—কোনটা ব্যবহার করবেন?