পিরিয়ডের সময় হওয়া ব্রণকে রাখুন নিজের থেকে দূরে

পিরিয়ডের সময় এলো এলো হলেই আপনার নিশ্চয়ই আতঙ্ক শুরু হয়ে যায়!এমনিতেই তো পেট ব্যথার জ্বালায় আপনি ওই সময় কাতর হয়ে যান।তার পর যদি বাইরে থেকে ব্রণর উৎপাত শুরু হয়,তাহলে তো আপনার রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল হয়!বুঝি বুঝি।আপনার মনের দুঃখ আমরা বুঝি।আর তাই তো কেবলমাত্র আপনারই জন্য ‘দাশবাসে’র পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি … পড়তে থাকুন পিরিয়ডের সময় হওয়া ব্রণকে রাখুন নিজের থেকে দূরে