ধরুন আপনি সমুদ্রসৈকতে গেছেন ঘুরতে। সেখানেই আপনার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে যেই না হট বিকিনি ড্রেসটা পরতে গেলেন, অমনি নজরে এলো কালো দাগ। কেমন বাজে লাগবে বলুন তো। কিন্তু এটা তো আর একদিনে হয়নি, প্যানটি পরে থাকতে থাকতে হয়েছে। আর এইসব দাগ থেকে মুক্তি পেতে নিশ্চয়ই পার্লারে ছুটবেন না। তাই বাড়িতেই চেষ্টা করুন। আজ শেয়ার করছি এমনই পাঁচটা উপায়, যা এই বিরক্তিকর দাগ থেকে আপনাকে চটপট মুক্তি দেবে।
আলু শুধু খেলেই হবে না। একে কাজে লাগান বিকিনি লাইনের কালো দাগ দূর করতে। এটা একটা অসাধারণ প্রাকৃতিক ব্লিচ, যেটা যে কোনো কালো দাগ থেকে মুক্তি দিতে পারে।
উপকরণ
১ টা আলু।
পদ্ধতি
আলুর পেস্টও করে নিতে পারেন। না হলে সময় কম থাকলে, আলু জাস্ট কয়েকটা স্লাইস করে নিন। এবার এই স্লাইসগুলো ঘষুন। ১৫ মিনিট ঘষুন। তারপর আরও ১০ মিনিট রেখে দিন। রস শুকিয়ে গেলে জায়গাটা ধুয়ে নিন। রোজ করুন এটা। ব্যাস কিছুদিন পরই দাগ আস্তে আস্তে হালকা হবে।
➡ স্বামীকে খুশী করার জন্য প্যানটির ডিজাইন।
দাগ তোলার ক্ষেত্রে লেবুর রসের থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ধরণের দাগ তুলতে খুব ভালো কাজ করে। তাই এক্ষেত্রেও জাস্ট অনবদ্য লেবুর রস।
উপকরণ
৩ থেকে ৪ চামচ টক দই ও ২ চামচ লেবুর রস।
পদ্ধতি
দই ও লেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন। এটা দাগের জায়গায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট মত। তারপর ধুয়ে নিন। ধোয়ার পর যদি একটু অ্যালোভেরা জেল লাগাতে পারেন তাহলে আরও ভালো। না হলে ধোয়ার পর কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে স্কিন থাকবে হাইড্রেটেড।
এটা হল ফর্সা দাগ মুক্ত স্কিনের একটা সিক্রেট। যেখানে শসা স্কিনকে ঠাণ্ডা করে এবং এই ধরণের কালো দাগ হালকা করতে সাহায্য করে, সেখানে অ্যালোভেরায় আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-সেপটিক উপাদান যা স্কিন থেকে অতিরিক্ত টক্সিন রিমুভ করে।
উপকরণ
৪ টুকরো শশা, ১ চামচ অ্যালোভেরা জেল।
পদ্ধতি
প্রথমে শসার পেস্ট করে নিন। এরপর এতে অ্যালোভেরা জেল মেশান। এবার এই পেস্ট ওই জায়গায় লাগান। বেশ কিছুক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। এটা রোজ করুন যদি তাড়াতাড়ি ফল পেতে চান।
টম্যাটোতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্কিনের কালো ভাব সরিয়ে স্কিনকে রেডিয়েন্ট করে তোলে।
উপকরণ
১ টা মাঝারি সাইজ টম্যাটো।
পদ্ধতি
টম্যাটোর পাল্প করে নিতে পারেন। না হলে যদি সময় কম থাকে তাহলে জাস্ট টম্যাটোকে দু’টুকরো করুন। এবার টুকরোগুলো ১০ মিনিট ঘষুন বিকিনি লাইনে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। এটা রোজ করুন। এক সপ্তাহ টানা রোজ করলে, একসপ্তাহ পর তফাৎটা বুঝতে নিজেই পারবেন।
যদি তাড়াতাড়ি ফল পেতে চান তাহলে, কাজে লাগান বেকিং সোডাকে, যেটা এক থেকে দু সপ্তাহের মধ্যেই ফল দেবে।
উপকরণ
১ চামচ বেকিং সোডা।
পদ্ধতি
বেকিং সোডা জলে গুলে নিন। এবারে এই পেস্ট ১০ মিনিট লাগিয়ে রাখুন। ১০ মিনিটের বেশী রাখার দরকার নেই। তারপর হালকা গরমজলে ধুয়ে নিন। এটা সপ্তাহে তিন থেকে চারদিন করুন। দু সপ্তাহের মধ্যেই একটা পজিটিভ রেজাল্ট পাবেন।
১. খুব বেশী টাইট প্যানটি পরবেন না। নিজের সঠিক সাইজটা জানুন। প্যানটি পরে যাতে কষ্ট না নয়, সেটা দেখবেন।
২. রাতে প্যানটি পরে না ঘুমানোই ভালো। কারণ রাতে যতটা সম্ভব শরীরকে রিল্যাক্স দেওয়া দরকার। সারাদিন প্যানটি পরে থাকার পর রাতে শরীরকে রিল্যাক্স দিন। সারাক্ষণ প্যানটি পরে থাকলেও দাগ পড়ে যায়।
৩. হাত, মুখের যত্ন করলেও বিকিনি লাইন কিন্তু এড়িয়ে যাই আমরা। কিন্তু ওই জায়গারও সঠিক যত্ন দরকার। তাই জায়গাটি পরিষ্কার করুন।ওখানকার স্কিনকেও মাঝে মাঝে টম্যাটো ও চিনি দিয়ে এক্সফোলিয়েট করুন। তারপর ময়েশ্চারাইজার লাগান।
৪. খুব গাঢ় রঙের প্যানটি থেকেও অনেক সময় দাগ হয়। স্কিন কালার প্যানটি পরুন।
এই প্রতিটা টিপস মাথায় রাখুন, এবং ওপরের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন। ব্যাস, দাগ না উঠে যাবে কোথায়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…