পাহাড়ের রাজনীতি কি শেষে দলাদলির রাজনীতিতে পরিণত হলো

পাহাড়ে বেড়াতে যেতে কার ই বা মন্দ লাগে! একটা  সময়ই ছিল যখন ছুটিতে ঘুরতে যাবার গন্তব্য সাধারণ বাঙ্গালীর ছিল দার্জিলিং। কিন্তু, বিগত কয়েকবছর ধরে এই পাহাড়ে যেতেই মানুষ ভয় পাচ্ছে, পর্যটন শিল্প ধ্বংস হচ্ছে। সমতলের মানুষও নানা কারণে বিরক্ত হচ্ছে। আর এই সবই হচ্ছে শুধুমাত্র গোর্খাল্যান্ড নিয়ে রাজনীতির জন্য। গোর্খাল্যান্ডের দাবী কবে থেকে হল  আলাদা … পড়তে থাকুন পাহাড়ের রাজনীতি কি শেষে দলাদলির রাজনীতিতে পরিণত হলো