‘পদ্মাবতী’ মুভির শুটিং-এর নানা গল্প
অবশেষে তিনি আসিতেছেন! ট্রেলার লঞ্চ হয়ে গেছে, মিউজিক লঞ্চও হল বলে—এবার অপেক্ষা শুধু পয়লা ডিসেম্বরের! আজ্ঞে হ্যাঁ। আমরা ‘পদ্মাবতী’ সিনেমাটার কথাই বলছি! ট্রেলার তো আপনিও নিশ্চয়ই দেখেছেন, অ্যাদ্দিনে বোধহয় বার বিশেক দেখে দেখে মুখস্তও করে ফেললেন! দীপিকার অমন রাজপুত রমণীর রমণীয় লুক, শাহিদের রাজা রাজা ভাব, আর রণবীরের অমন বীভৎস হিংস্র মূর্তি দেখে আপনিও তো … পড়তে থাকুন ‘পদ্মাবতী’ মুভির শুটিং-এর নানা গল্প
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন