গরম পড়তে না পড়তেই সানট্যানের আক্রমণ। যতই সানস্ক্রিন লাগানো হোক, একটু আধটু ট্যান তো পড়বেই। আর ট্যান পড়লে, তা থেকে মুক্তি পেতে একেবারে নাজেহাল অবস্থা। তাই সানট্যানের থেকে মুক্তি পেতে প্রস্তুতি নিন এখন থেকে আগে থেকেই। যাতে প্রতিবারের মত এবার যেন মুখের অবস্থা খারাপ না হয়। তাই আজ শেয়ার করছি এমন কিছু ফেস প্যাক, যা ট্যানের আক্রমণ থেকে বাঁচাবে আপনার স্কিনকে।
লেবু তো অসাধারণ কাজ করে, যেকোনো দাগ দূর করতে। সানট্যানের ক্ষেত্রেও একই কাজ করে। কিন্তু লেবুর রসে যদি কোন সমস্যা হয় তাহলে বানিয়ে নিন এই প্যাক। জাস্ট অসাধারণ। তিনটি উপাদানই একসাথে ট্যান রিমুভ করতে করবে এবং শসা ও গোলাপজল স্কিনকে ঠাণ্ডা ও নরম রাখবে।
উপকরণ
১ চামচ লেবুর রস, ১ চামচ শসার রস ও ১ চামচ গোলাপজল।
পদ্ধতি
তিনটি একসাথে মিশিয়ে নিন। শসার পেস্টও ব্যবহার করতে পারেন, যেটা সুবিধা। তিনটি মিশিয়ে এবার এটা মুখে লাগান। ১০ থেকে ১২ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এটা হাতেও লাগাতে পারেন। এটা রোজই করতে পারেন যদি সময় থাকে। তাহলে খুব ভালো ফল পাবেন। না হলে, সপ্তাহে তিন থেকে চারদিন ব্যবহার করুন।
➡ সানট্যান দূর করুন ৫ টি উপায়ে।
ট্যান যতই বেশী হোক না কেন, এটা খুব সহজেই তুলে দেবে। শুধু ট্যান নয় মুখের অন্যান্য ডার্ক স্পট তুলে দেবে। অয়েলি স্কিন যাদের, তাদের অতিরিক্ত তেল কন্ট্রোল করবে। স্কিন টোন লাইট করবে।
উপকরণ
২ চামচ টম্যাটোর পাল্প, ১ চামচ লেবুর রস ও ১ চামচ দই।
পদ্ধতি
টম্যাটো পেস্ট করে নিন। এবার এতে লেবুর রস মেশান। তারপর দই মেশান। ভালো করে সব উপকরণগুলো মেশান। এবার এই পেস্ট মুখে লাগান। ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। ধোবার সময় হালকা ঘষে ঘষে তুলুন প্যাকটা। সপ্তাহে দু’দিন করুন। তবে এটা করে রোদে যাবেন না। মানে এটা লাগানো অবস্থায়। মুখ ধুয়ে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এটা একটা অসাধারণ ক্লিঞ্জার। শুধু মুখ পরিষ্কার করে তাই নয়, স্কিনকে এক্সফোলিয়েটও করে। তাই ট্যানও দ্রুত চলে যায়।
উপকরণ
১ চামচ চিনি, ৫-৬ ফোঁটা লেবুর রস ও ২-৩ ফোঁটা অলিভ তেল।
পদ্ধতি
অলিভ তেল ও লেবুর রসে চিনি ভেজান। চিনি গুলে নিন। চিনি একটু গলে গেলে মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন সার্কুলার মোশনে। ১০ মিনিট ম্যাসাজ করার পর, এটা লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। এটাও সপ্তাহে দু’দিন করুন। দেখবেন ট্যান উধাও।
সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে অসাধারণ প্যাক। কারণ এটা শুধু ট্যান তুলবে না, স্কিনকে হেলদি করে তুলবে। স্কিন টেক্সচার উন্নত করবে। সাথে যেকোনো ডার্ক স্পট থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। আর চোখের তলায় কালি থাকলে সেটাও কিন্তু সরিয়ে দেবে এই প্যাক।
উপকরণ
একটা আলু ও কয়েক ফোঁটা লেবুর রস।
পদ্ধতি
এক্ষেত্রে আলুর পেস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন। আবার আলুর রসও করে নিতে পারেন। পেস্ট বা রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এবার এটা মুখে গলায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। লেবু না পেলে, শুধু আলুও লাগাতে পারেন। তাতেও কাজ হবে। এটা রোজই করতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হবে। স্কিন টেক্সচার উন্নত হবে।
ট্যান রিমুভ করার সাথে সাথে স্কিনকে ব্রাইট করে তুলতে চান? তাহলে লাগান এই প্যাক। যেটা তাড়াতাড়ি ট্যান রিমুভ করে, স্কিন করে তুলবে ব্রাইট।
উপকরণ
২ চামচ বেসন, এক চিমটে হলুদ, ১ চামচ দুধ, ১ চামচ গোলাপজল, ও ১ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো।
পদ্ধতি
বেসনে এক এক করে কমলালেবুর খোসার গুঁড়ো, দুধ, গোলাপজল এবং হলুদ দিন। ভালো করে মেশান। এক্ষেত্রে কাঁচা হলুদ ব্যবহার করতে পারলে বেশী ভালো। কারণ গুঁড়ো হলুদে ভেজালের জন্য স্কিনে সরাসরি না দেওয়াই ভালো। তাই কাঁচা হলুদ বেটে ১ চামচ দিতে পারেন। আর একান্তই কাঁচা হলুদ না পেলে, উন্নত মানের গুঁড়ো হলুদ একচিমটে। ভালো করে সব মিশিয়ে, এবার এই পেস্ট মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এটা সপ্তাহে এক বা দু’দিন করুন।
ন্যাচারাল অরেঞ্জ পিল পাউডার ২০০ গ্রাম
দাম ৪০০/-
অফারে দাম ১৯৫/-
এক একটা প্যাক এক সপ্তাহে ট্রাই করুন। কথা দিচ্ছি ট্যান রিমুভ হবেই। কারণ প্রতিটা প্যাকই জাস্ট অনবদ্য এককথায়। তাই নিশ্চিন্তে আজ থেকেই ট্রাই করতে শুরু করে দিন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…