অভিনেতা দেব উড়ান দেবেন এবার আকাশে, নতুন ছবি ককপিট।

অভিনেতা দেবের ভক্তদের জন্য রইলো এক অসাধারণ খবর। আবার দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি। নায়ক কে ? ঠিক ধরেছেন স্বয়ং দেব থাকছেন ছবির মূল চরিত্রে। আর দেবের বিপরীতে আছেন টলিউডের অনতম্য সেরা অভিনেত্রী কোয়েল ও ‘চ্যাম্প’ ছবির সারা জাগানো নায়িকা রুক্মিণী। ছবির নাম ‘ককপিট’। ২০১৭ সালে মুক্তি পাবে এই ছবি। ছবি পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়। দেবের … পড়তে থাকুন অভিনেতা দেব উড়ান দেবেন এবার আকাশে, নতুন ছবি ককপিট।