জাস্ট আর কদিন পরই অষ্টমী। সকালে অঞ্জলি রাতে সন্ধিপূজা থেকে প্যান্ডেল হপিং। তার জন্য স্কিনকে একদম রেডি রাখতে হবে। কারণ স্কিন রেডি না থাকলে সুন্দর করে সেজেও কোন লাভ নেই। তাই শুরু করে দাও প্রস্তুতি। কিভাবে করবে? কিচ্ছু না। জাস্ট কিছু ঘরোয়া উপকরন দিয়ে তৈরি করে ফেলো ফেসমাস্ক। যেগুলো ইনস্ট্যান্ট গ্লো আনতে দারুন উপকারি।
পেঁপেতে আছে প্যাপাইন যা স্কিনকে এক্সফলিয়েট করে। এবং দ্রুত গ্লো আনে।
উপকরন
এককাপ পেঁপে, ১চামচ চন্দন পাউডার, ১চামচ অ্যালোভেরা জেল ও ২চামচ গোলাপজল।
পদ্ধতি
সবকটি উপকরন ভালো করে মেশাও। এবার এই ঘন পেস্টটা মুখে লাগিয়ে রাখো ২০ মিনিট। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নাও। জাস্ট সপ্তমীর সকালে বেরবার আগে করে নাও। ব্যাস তুমি তৈরি।
কলায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রাণহীন স্কিনে প্রান ফিরিয়ে আনতে বেশ কার্যকরী।
উপকরন
১টা কলা, ১চামচ দই, ১চামচ মধু ও একটু গোলাপজল
পদ্ধতি
সবকটি উপকরন ভালো করে মিশিয়ে নাও। এবার ঘন পেস্টটা মুখে লাগিয়ে রাখো ১৫ মিনিট। তারপর হালকা গরমজলে ধুয়ে ফেলো। সপ্তাহে একদিন কর। এটি ডাল, ড্রাই, প্যাচি স্কিনকে সারিয়ে তোলে। ও একটা গ্লো আনে।
টম্যাটো স্কিনকে এক্সফলিয়েট করে। এবং ব্রাইট করে তোলে ইনস্ট্যান্টলি।
উপকরন
১চামচ টম্যাটো পাল্প ও ১চামচ চিনি।
পদ্ধতি
দুটি উপকরন ভালো করে মিশিয়ে নিন। এটি মুখ ছাড়াও গলা ,পিঠ ও ঘাড়েও লাগিয়ে নিতে পারো। ১০ থেকে ১৫ মিনিট রাখো। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নাও। যদি ষষ্ঠীর রাতে প্যান্ডেল হপিং এর প্ল্যান থাকে তাহলে সকালে এই প্যাকটি লাগিয়ে নাও। দেখবে বিকেলে স্কিন কেমন সুন্দর লাগছে।
বেসন দিয়ে মুখ পরিষ্কার করার পর দেখেছো মুখ কেমন ফর্সা লাগে? তাই চটজলদি ফর্সা ভাব পেতে লাগাও এই প্যাক।
উপকরন
১চামচ বেসন, ১চামচ গোলাপজল, কয়েকফোঁটা লেবুর রস এবং ১চিমটে হলুদ।
পদ্ধতি
সবকটা জিনিস ভালো করে মেশাও। ঘন পেস্ট মুখে লাগিয়ে রাখো ১৫ থেকে ২০ মিনিট। তারপর ধুয়ে ফেলো। তারপর দেখবে মুখ কেমন ফর্সা লাগবে। পূজার সময় চট করে গ্লো পেতে এটা কর।
যাদের খুব অয়েলি স্কিন এই অতিরিক্ত অয়েলকে কন্ট্রোল করতে ব্যবহার কর এই প্যাক।
উপকরন
১চামচ মুলতানি মাটি, ১চামচ গোলাপজল ও কয়েকফোঁটা লেবুর রস।
সবকটি উপকরন ভালো করে মিশিয়ে নাও। এবার এই প্যাকটি লাগিয়ে রাখো ১৫মিনিট। তারপর ধুয়ে ফেলো। এটা অতিরিক্ত তেল টেনে নেবে। এবং ব্রন থাকলে সেটাও কমবে।
সেনসিটিভ স্কিন? চিন্তা নেই ইনস্ট্যান্ট গ্লো পেতে ব্যবহার কর এই প্যাকটি।
উপকরন
২চামচ গাজর বাটা ও ১চামচ মধু
পদ্ধতি
গাজর প্রথমে পেস্ট করে নাও। তারপর ২চামচ গাজরের পেস্টের সঙ্গে ১চামচ মধু মেশাও। এটা মুখে লাগিয়ে রাখো ১০ মিনিট তারপর ধুয়ে ফেলো। যাদের সেনসিটিভ স্কিন তারা সপ্তাহে তিনদিন এই প্যাকটা লাগিয়ে নাও। ব্যাস স্কিন থাকবে পূজো রেডি।
তাহলে প্যান্ডেল হপিং এর জাস্ট আর কটা দিন বাকি। তার আগে স্কিনকে পুজো রেডি করতে আজ থেকেই শুরু করে দাও প্রস্তুতি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…