শীতের জন্য নরম গালের প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে গেছে?এই শীতে বাজেটের মধ্যে কোন ক্রিমটা বেস্ট,কোন ক্রিমটা স্কিনকে রাখবে সারাদিন হাইড্রেটেড,অথচ পকেট ফ্রেন্ডলি।এসব একগুচ্ছ প্রশ্নের দেখে নিন সেরা সাতটি সমাধান।মানে এই শীতে নরম গালের জন্য দাশবাস দিচ্ছে আপনাকে সেরা সাতটি ক্রিমের সন্ধান।শীতে ক্রিম কেনার আগে চটপট একবার চোখ বুলিয়ে নিন।
শীতে সারাদিন গাল নরম রাখা জন্য,নিভিয়ার মত ভালো ক্রিম বোধহয় খুব কমই আছে।দিনে দুবার লাগিয়ে নিন এই ক্রিম।ব্যাস,শীতে নরম গাল নিয়ে আর চিন্তা করতে হবে না।সকালে মেখে নিলে সারাদিন দেখবেন স্কিন থাকবে ময়েশ্চারাইজড।এর অসাধারণ ময়েশ্চারাইজিং ফর্মুলা স্কিনকে ভেতর থেকে নারিশ করে।আর অনেকক্ষণ পর্যন্ত স্কিনকে ময়েশ্চারাইজড রাখে।তাই স্কিন ড্রাই হলে এটা তো খুবই ভালো।আর এমনিতেও শীতে রোজের ব্যবহারের জন্য খুব ভাল অপশন।
রেটিং ৪/৫।
দাম ১৮০ টাকা (২০০ এম.এল)।
মনে পড়ছে শীত পড়া মাত্রই,টিভিতে পণ্ডস কোল্ড ক্রিমের অ্যাডের কথা?হ্যাঁ বহু বছরের এই ক্রিমটি এখনও অনবদ্য শীতে।বাড়িতে একটা এই ক্রিম নিশ্চয়ই আছে।স্কিন যদি খুব ড্রাই হয়,তাহলে এর থেকে ভালো ক্রিম শীতে আর কিছু হতে পারে না।এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না স্কিন খুব ড্রাই হলে,শীতে খুব সমস্যা হয়।তাই রাতে এই ক্রিম লাগিয়ে শুয়ে পরুন।ব্যাস পরদিন সকালে দেখবেন মুখ কেমন নরম লাগছে।
রেটিং ৪/৫।
দাম ৪০ টাকা (৩০ এম.এল)।
ল্যাক্মি ম্যাক্সিমাম ময়েশ্চারাইজার,শুধু যে স্কিনকে হাইড্রেড করে তা নয়,বরং এই ক্রিমটা স্পেশালই ডিজাইন করা হয়েছে শীতকালের জন্য,যেটা প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত স্কিনকে হাইড্রেড রাখতে পারে।কি ভাবছেন খুব তেলতেলে ভাব থাকবে?না একদমই তা না।একটুও চ্যাটচ্যাটে ভাব থাকবে না।একদম নন গ্রেসি ফর্মুলা।খুব হালকা যেটা স্কিনের সবদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়।আর একটা গ্লো দেয়।তাই মেকআপ লাগাবার আগে মেকআপ বেস হিসাবে কিন্তু বেশ ভালো।
রেটিং ৪.৩/৫।
দাম ২৩০/- (৬০ এম.এল)।
এটাও একটা খুব ভালো ক্রিম শীতের জন্য যাতে আছে শসা ও অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আর বিভিন্ন এসেন্সিয়াল অয়েল।তাই বুঝতেই পারছেন স্কিন কতটা হাইড্রেড থাকবে।এটা শুধু স্কিনকে ময়েশ্চারাইজডই করবে না,স্কিন টোন লাইট করতেও সাহায্য করবে।মানে নরম তার সাথে গ্লোয়িং স্কিন।সমস্ত স্কিন টোনেই এটা খুব ভালো যায়।তাই এই শীতে কিনে নিতেই পারেন জোলেনের ময়েশ্চারাইজিং কোল্ড ক্রিম।
রেটিং ৪.৫/৫।
দাম ২৪৩/- (৪০০ গ্রাম)।
হিমালায়া সবসময়ই সবার পছন্দের তালিকার শীর্ষে থাকে,এক্ষেত্রেও বাদ যাবে না।কারণ শীতে গালকে সারাদিন নরম রাখার জন্য,হিমালায়ার এই ক্রিম এককথায় জাস্ট ফাটাফাটি।কারণ এতে আছে অ্যালোভেরা,চেরি, ইন্ডিয়ান কিনো ট্রি এক্সট্র্যাক্ট।শুধু তাই নয়,আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান।তাই যেকোনো স্কিন প্রবলেম থেকে স্কিনকে রাখবে সুরক্ষিত।তাহলে বুঝতেই পারছেন শীতে গাল নরম রাখতে এর মত ভালো ক্রিম আর হবে না।
রেটিং ৫/৫।
দাম ৯০ টাকা (১০০ এম.এল)।
নিভিয়ার দুটো ক্রিমই শীতের জন্য খুব ভালো।তবে এই ক্রিমটা শীত,গ্রীষ্ম সারাবছরই ব্যবহার করতে পারবেন।একদম নন গ্রেসি লাইট ফর্মুলা।মুখের সমস্ত দিকে সুন্দর ভাবে ছড়িয়ে যায়।এতে আছে আমণ্ড অয়েল ও জোজোবা অয়েল।তার ফলে স্কিন থাকবে স্মুথ অ্যান্ড সফট।
রেটিং ৪/৫।
দাম ১৮৫ টাকা ( ১০০ এম.এল)।
স্কিনকে দিতে চান ফলের পুষ্টি?তাহলে কিনে নিন জয় স্কিন ফ্রুট অ্যাক্টিভ ময়েশ্চার ক্রিম।যাতে আছে আমণ্ড অয়েল,জোজোবা অয়েল ও বিভিন্ন ফলের এক্সট্র্যাক্ট।এর হালকা মিষ্টি গন্ধ মন ভরিয়ে রাখার সাথে সাথে স্কিনকেও রিজুভিনেট করে।খুব লাইট টেক্সচার।একটুও তেলতেলে নয়।ফলে স্কিন ময়েশ্চারাইজড থাকলেও একটুও তেলতেলে ভাব থাকবে না।
রেটিং ৪/৫।
দাম ১২৪ টাকা (২০০ এম.এল)।
এই শীতে এবার নিশ্চয়ই আপনাকে রুক্ষ ত্বক নিয়ে থাকতে হবে না।গাল থাকবে নরম আর কোমল মাখনের মত।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
আমি লোটাস এর সানস্ক্রিন ব্যবহার করি (জেল ফর্মুলা, spf ৫০)। এতে আমার মুখে আটা মাখালে হাতে যেমন ওঠে, তেমন ওঠে। আমি কলেজে পড়ি, রোদে যেতে হয় আর একটু সাজতে চাই। সাজেশন চাচ্ছি। (আমি আর একটি জেল সানব্লক ব্যাবহার করেছি, এমন ই হয়) মুখে আটার মত উঠে আসে।
আপনি প্রথমে এই সানস্ক্রিন লাগানো বন্ধ করুন। আর স্কিনের ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন। উনি আপনার সমস্যা অনুযায়ী সানস্ক্রিন দেবেন।