নানা রঙে নখকে মনের মত করে সাজাতে আমরা সবাই ভালো বাসি। নানারকম নেল আর্টে ভরা নখ। দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু অতিরিক্ত নেল আর্ট অজান্তেই কোন ক্ষতি ডেকে আনছে না তো? আসুন জেনে নি।
নেল আর্টে যদিও তেমন কোন ক্ষতি নেই। কিন্তু অতিরিক্ত একদমই ভালো না। এতে নখ সাময়িক ভাবে সুন্দর থাকলেও আসলে কিন্তু নখের ক্ষতি হচ্ছে। নখ সবসময় যদি নেল আর্টে ভরিয়ে রাখা হয় তাহলে, নখের স্বাভাবিক সাদা রঙটি নষ্ট হয়ে যায়। নখ হলদেটে হয়ে যায়। এবং নখে ছোপ পড়ে। নখের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তখন দেখতে খুবই খারাপ লাগে।
খুব বেশি নেল আর্ট নখকে ভঙ্গুর করে তোলে। খুব সহজেই নখ ভেঙে যায় তখন। নখ একটু বড় হলেই ভেঙে যায়। তাই নখ যাতে সুন্দর ভাবে বড় রাখতে পারেন তাই খুব বেশি নেল আর্ট না করাই ভালো।
অতিরিক্ত নেল আর্ট স্কিনের জন্য ভালো না। এর থেকে স্কিন লাল হয়ে যায়, চুলকোতে থাকে। এবং যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে, নেল আর্টের ফলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে। বিভিন্ন ক্ষতিকর উপাদানের ফলে স্কিনে অ্যালার্জি, অনেকসময় স্কিনে ইনফেকশনও হয়ে যায়।
নেল আর্ট অর্থাৎ নেল পলিশে থাকে বিভিন্ন ক্ষতিকারক উপাদান যা বিভিন্ন চর্মরোগ ডেকে আনতে পারে। আবার অনেক সময় এটি ত্বকের ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়ায়।
শুধু ক্যান্সার নয় আরও নানারকম রোগ হতে পারে। নেল পলিশের ক্ষতিকর উপাদান, স্কিনের সাথে সাথে শরীরের নার্ভ সিস্টেমকেও বিগড়ে দিতে পারে। এবং শরীরের ভেতরের বিভিন্ন সিস্টেমের জন্য তা ক্ষতিকর। তবে এই ক্ষতিকর প্রভাবগুলি যদি খুব বেশি নেল আর্ট করা হয় তাহলেই হয়। আর যদি নেল পলিশ যদি খুব নিম্নমানের হয়। নাহলে এসবের কোন সম্ভাবনা নেই।
তাহলে কি ভাবছেন নেল আর্ট করাই ছেড়ে দেবেন? না সেটা নয়। করুন, তবে খুব বেশি না। নখকে মাঝে মাঝে নেল আর্ট, নেল পলিশ থেকে বিরাম দিন। তাহলে নখও ভালো থাকবে। আর আপনার শরীরও।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…