মহিলাদের পিরিয়ড বন্ধ হবার আগে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

কয়েক দিন ধরে কি আপনার ঠিক মতো ঘুম হচ্ছে না, মন মেজাজের ওপরেও কোন কন্ট্রোল থাকছে না? খেতেও ইচ্ছে করছে না, এদিকে আবার মাসিকও ঠিক সময় মত হচ্ছে না| সব মিলিয়ে খুব বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরী হয়েছে আপনার জীবনে| আবার এসব কথা কাউকে খুলেও বলতে পারছেন না| তবে আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি আপনার মনের … পড়তে থাকুন মহিলাদের পিরিয়ড বন্ধ হবার আগে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।