টলিউড প্রিন্সেস মিমি চক্রবর্তীর ডায়েট ও ফিটনেস টিপস!

ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, সব তারকারই সুস্থ থাকার মূল চাবিকাঠি হল তাদের ফিটনেস। আর সুস্থ থাকতে সকল তারকাই বিভিন্ন ফিটনেস মন্ত্র অনুসরণ করেন। আজ যে তারকার ফিটনেট মন্ত্র নিয়ে আলোচনা করব, তাঁকে কিন্তু জিমে প্রায়শই ঘাম ঝড়াতে দেখা যায়। তিনি হলেন মিমি চক্রবর্তী। প্রথমে ছোট পর্দা, তারপর বড়পর্দায় পদার্পণ আর তার পর জনপ্রতিনিধি … পড়তে থাকুন টলিউড প্রিন্সেস মিমি চক্রবর্তীর ডায়েট ও ফিটনেস টিপস!