ধর্ম ও সংস্কৃতি

শিবরাত্রি ২০২১ জেনে নিন পুজোর মাহেন্দ্রক্ষণ

আমাদের দেশে শিবরাত্রি পূজার একটা আলাদাই মাহাত্ম্য আছে। প্রতিবছর মহা সারম্বরে পালিত হয় এই দিন। বছর বছর হাজার হাজার ভক্ত এই ব্রত পালন করে থাকেন। এইবছর ১১ই মার্চ মানে আগামী বৃহস্পতিবার পড়েছে শিবরাত্রি ব্রত। চটপট চোখ বুলিয়ে নিন পুজোর নির্ঘণ্ট, মাহেন্দ্রক্ষণ।

পূজার সময়ঃ

নিয়ম অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই পূজা হয়। এইবছর এই ব্রত পালিত হবে ১১ই মার্চ। বিশুদ্ধ সিধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী শুরু হচ্ছে দুপুর ২টো ৪০ মিনিটে। চতুর্দশী থাকছে ১২ই মার্চ দুপুর ৩টে ০৩ মিনিট অবধি। নিশিতা কাল পুজোর সময় ১২ই মার্চ রাত ১২টা ৬ মিনিট থেকে রাত ১২টা ৫৫ মিনিট পর্যন্ত।

রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিট থেকে শুরু রাত ৯টা ২৯ মিনিট পর্যন্ত। রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় শুরু ১২ই মার্চ রাত ৯টা ২৯ মিনিট থেকে থাকবে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময় ১২ই মার্চ রাত ১২টা ৩১ মিনিটে শুরু রাত ৩টে ৩২ মিনিটে শেষ। এবং রাত্রি চতুর্থ প্রহরের পূজা ১২ই মার্চ ৩টে ৩২ মিনিট থেকে শুরু ভোর ৬টা ৩৪ মিনিটে শেষ।  

যারা বাড়িতে পূজা করবেনঃ

করোনার কারণে এইবছর পরিস্থিতি অন্যরকম। যদিও সমস্ত মন্দিরগুলিতে করোনার সব বিধি মেনেই পূজার অনুমতি দেওয়া হয়েছে সরকারের তরফে। তবুও যারা বাড়িতে পূজা করতে চান সেক্ষেত্রে কিছু নিয়ম আছে।

কি কি লাগবেঃ

  • বেলপাতা, কাঁটাফল, ফুল, সিদ্ধি ( ফুলের ক্ষেত্রে আকন্দ, ধুতরা, অপরাজিতা এই ফুলগুলো বেশী ভালো)
  • একটু আতপচাল ও চন্দন ( সাদা চন্দন হলে ভালো)
  • নৈবিদ্য ও জল ( নৈবিদ্য আপনার সাধ্য মত দিতে পারেন। শুধু বাতাসা থাকলে তাই দেবেন।)
  • ধূপ, ধূনা, বাতি, ঘণ্টা
  • পিতলের থালা গ্লাস

বাড়িতে যেভাবে পূজা করতে পারেনঃ  

  • শিবরাত্রি পূজা যদিয় চতুর্দশীর দিন হবে। কিন্তু তার আগেরদিন থেকেই নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তাই আগেরদিন একবেলা নিরামিশ আহার করার নিয়ম আছে।
  • পূজার দিন একদম সকালে উঠে স্নান করে নিন। এক্ষেত্রে ওই একটা দিন কালো তিল ভেজানো জলে স্নান করলে ভালো।
  • স্নান সেরে সংকল্প। মানে পূজায় পুরোপুরি নিজেকে নিয়জিত করুণ। শান্ত থাকুন। নিজের মনকে সংজত রাখুন।
  • এবার সব উপকরণ সাজিয়ে পূজা শুরু করুণ। প্রথমেই মহাদেবকে প্রনাম জানান, নারায়ণকে প্রনাম জানান ও সূর্যদেবতাকে প্রনাম জানান। সূর্য আমাদের সকল শক্তির উৎস। তাই পূজা শুরুর আগে সূর্যদেবতাকে প্রনাম করার রীতি আছে।
  • এবার মহাদেবকে স্নান করান। দুধ বা জল যেকোনো একটি দিয়ে করাতে পারেন। কিংবা গঙ্গাজলে অল্প দুধ(কাঁচা দুধ), ঘি, সিদ্ধি, মধু মিশিয়ে সেটি ঢালুন।  
  • এরপর শিবলিঙ্গে চন্দন, মালা, ফুল দিন। দেওয়ার সময় ওঁ নমঃ শিবায়ঃ মন্ত্র বলুন।
  • ফুল দেবার পর, ফল মিষ্টি যা আপনি জোগাড় করতে পেরেছেন সেই নৈবিদ্য দিন।
  • ধূপধূনা জ্বালিয়ে রাখুন। শেষে ধূপ বাতি দেখিয়ে শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন। এক্ষেত্রে শিবপূজার বইয়ে পেয়ে যাবেন।

যদি মন্ত্র জেনে থাকেনঃ

যদি আপনার মন্ত্র জানা থাকে তাহলে পরপর মন্ত্র উচ্চারন করে পূজা করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আচমন মন্ত্র দিয়ে শুরু করবেন। মানে নিজের মনকে শান্ত শুদ্ধ করা। তারপর জলশুদ্ধি। এরপর সূর্যদেবতাকে প্রনাম। তারপর পূজা শুরু। পূজার পর জপ মন্ত্র ও প্রনাম মন্ত্র।  

যারা মন্ত্র জানেন না সেক্ষেত্রেও কোন সমস্যা নয়, আপনি যেভাবে পারবেন সেইভাবেই শুদ্ধ চিত্তে পূজা করবেন। মনে রাখবেন ভক্তিটাই আসল। ভক্তিভরে পূজা করলে যেভাবেই পূজা করুণ না কেন, সেই পূজা সফল।

এইসব নিয়ম আমাদের তৈরি। তাই পূজার সময় শুধু পূজার দিকে মন দিন। ওইদিন শান্ত থাকুন চেঁচামেচি বা উত্তেজিত হবেন না। পূজার স্থান যেন শান্তস্নিগ্ধ হয়। পূজার সময় শুধু পূজার দিকেই মন দিন। পূজার শেষে সকলের তথা এ জগত সমাজের মঙ্গল কামনা করুন। অসহায় মানুষের পাশে দাঁড়ান। পশুপাখি সকলকে স্নেহ করুন। তাহলেই মহাদেব সন্তুষ্ট হবেন।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago