কলকাতার হানাবাড়ি যা আজও দেখলে গা ছমছম করে ওঠে পর্ব ১

ভূতে ভয় থাকলে  রাতের ঘুম কেড়ে নিতে পারে আজকের লেখা। আপনার শহরের আনাচে কানাচে আজও ঘুরে বেড়ায়  অশরীরী। বলা হয় কলকাতার বিশেষ বিশেষ কয়েকটি বাড়িতে গেলে আচমকা দেখে ফেলতে পারেন কোন ছায়ামূর্তি। সত্যি না মিথ্যা তা জানা নেই। তবে আপনাদের কয়েকটি জায়গার খোঁজ দিতে পারি, যেখানে গেলে “তেনাদের” দেখা মিলতে পারে। হেস্টিংস হাউস ভারতের প্রথম … পড়তে থাকুন কলকাতার হানাবাড়ি যা আজও দেখলে গা ছমছম করে ওঠে পর্ব ১