কলকাতা শহরের ট্রাম

কলকাতা -এই কথাটা শুনলেই আমাদের মনে পড়ে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল,হাওড়া ব্রিজ,সেন্ট পল ক্যাথেড্রাল,বিদ্যাসাগর সেতু,জাদুঘর,ইডেন গার্ডেন,ইত্যাদি,এছাড়া আরো অনেক কিছুই এবং অবশ্যই কলকাতার ট্রাম।আজ আমি লিখতে চলেছি কলকাতা শহরের ট্রাম নিয়ে। কলকাতার ট্রামের ইতিহাস কলকাতার ট্রামের ইতিহাস নিয়ে এইবার একটু আলোকপাত করা যাক।২৪শে ফেব্রুয়ারি ,১৮৭৩ সালে প্রথম ঘোড়া চালিত ট্রাম চালু হয়।কিন্তু ওই সালেই ২০শে নভেম্বর আবার … পড়তে থাকুন কলকাতা শহরের ট্রাম