খাজুরাহো মন্দির ও তার নানা কাহিনী

কি? ছুটিতে মধ্যপ্রদেশ যাবার প্ল্যান করছেন? অথচ খাজুরাহোর নামেই আপনার বাড়ির লোক নাক সিট কোচ্ছেন? নানা, ওরকম করারও কিছু নেই। খাজুরাহো মন্দির কিন্তু সেই বিখ্যাত মন্দির যা ‘টেম্পল অফ লাভ’ নামে পরিচিত! মধ্যপ্রদেশে বেড়াতে যাচ্ছেন অথচ আপনার ট্যুর ডেস্টিনেশনে খাজুরাহো মন্দির নেই এ হতে পারে না! খাজুরাহো অবশ্য নামেই ‘মন্দির’, আদতে খাজুরাহো বললেই আমাদের মনে … পড়তে থাকুন খাজুরাহো মন্দির ও তার নানা কাহিনী