জামাই রাজা ওরফে অর্জুন চক্রবর্তীর মতো বর চান?

জি বাংলায় ‘জামাই রাজা’ সিরিয়ালটি নিশ্চয়ই আপনারা সব্বাই দেখেন? জানি, আপনাদের অনেকেরই বেশ পছন্দের সিরিয়াল ওটি। রোজ দশটা বাজলেই তাই ওর টানে টি.ভির সামনে বসে পড়া চাই। কিন্তু বলুন তো, সিরিয়ালটি তো আর পাঁচটা গড়পড়তা সিরিয়ালের মতোই হতে পারত। কেন ওই বিশেষ সিরিয়ালটিই হঠাৎ আপনাদের এত্ত ভালো লেগে গেল? আছে আছে, কারণ আছে। আর পাঁচটা … পড়তে থাকুন জামাই রাজা ওরফে অর্জুন চক্রবর্তীর মতো বর চান?