সুন্দর সাদা শার্টটি পরে ফিটফাট হয়ে আপনি গেলেন পার্টিতে। গল্প করতে করতে হাতে খাবারের প্লেটটি নিয়ে খেতে খেতে দেখলেন, আপনার সুন্দর শার্টে লেগে গেছে খানিক গ্রেভি। ব্যাস, আপনার সাদা শার্টের বারোটা বেজে গেল। এবার আপনাকে ভাবতে বসতে হবে এই দাগ ভ্যানিশ হবে কী করে! কিচ্ছু ভাবতে হবে না বন্ধুগণ। ভ্যানিশ ডিটারজেন্ট দিয়েই ভ্যানিশ করুন এই সব দাগ এক চুটকিতে।
আপনি নানা ভাবে ভ্যানিশ ব্যবহার করতে পারেন। সবই নির্ভর করছে আপনার জামা কাপড়ে লাগা দাগ কত পুরনো বা কী অবস্থায় আছে, তার ওপর।
যদি দাগ শুকিয়ে যায় আর কফি বা হলুদের মতো জেদি দাগ হয়, তাহলে ১ স্কুপ রেগুলার ডিটারজেন্টের সঙ্গে ১/২ স্কুপ ভ্যানিশ মেশান। এবার ওয়াশিং মেশিনে কাপড় আর এই মিশ্রণ দিয়ে যেমনভাবে পরিষ্কার করে করে ফেলুন। ৩০ ডিগ্রিতে পরিষ্কার করুন, খুব ভালো ফল পাবেন।
আপনি আরেকভাবেও জামা কাপড় থেকে দাগ তুলতে পারেন। প্রথমে ১ বালতি গরম জলের মধ্যে ১ স্কুপ ভ্যানিশ মিশিয়ে নিন। তারপর তার মধ্যে জামা কাপড় ভিজিয়ে রাখুন। সাদা কাপড় হলে ৫ থেকে ৬ ঘন্টা মতো, আর রঙিন কাপড় হলে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখুন। এবার ভালো করে ঘষে ঘষে দাগ তুলে ফেলুন। দেখবেন সুন্দরভাবে দাগ উঠছে।
এইবার আপনাদের একটা পেস্ট সম্বন্ধে বলব। ৩/৪ স্কুপ গরম জলের সঙ্গে ১/৪ ভাগ স্কুপ দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন। তারপর এই পেস্টটা কাপড়ে লাগা জেদি দাগের ওপর দিন। পাঁচ মিনিট মতো রেখে দিন। তারপর ঘষুন ভালো করে। এরপর গোটা কাপড়টা আপনার রেগুলার ডিটারজেন্টে ধুয়ে নিন। ব্যাস, দাগ ভ্যানিশ।
ভ্যানিশ অক্সি অ্যাকশন স্টেইন রিমুভার পাউডার, ৪০০ গ্রাম
দাম ১৮০/-
অফারে দাম ১৭৯/-
ভ্যানিশ দিয়ে কীভাবে দাগ তুলতে হয় তা তো জানলেন। কিন্তু পাশাপাশি খুব ভালো হয় না, যদি বাড়িতেও আপনি সহজেই ঘরোয়া ভাবে দাগ তুলে নিতে পারেন। তাহলে আসুন আপনাদের সেই ফান্ডাও জানিয়ে দিই।
উপকরণ
৩/৪ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার, ১ চামচ মতো বেকিং পাউডার।
পদ্ধতি
যেখানে দাগ লেগেছে, সেখানে ৩/৪ ফোঁটা হ্যান্ড স্যানিটাইজার লাগান। তারপর ওই দাগের ওপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন। এরপর এর ওপর বেকিং পাউডারের একটা ঘন পেস্ট বানিয়ে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কালির দাগ বা হলুদের দাগের মতো দাগ উঠে যাচ্ছে অনায়াসে।
উপকরণ
পরিমাণ নিন ৩ ভাগ ভিনিগার আর ১ ভাগ জল।
পদ্ধতি
আপনি শুরুতে সাদা ভিনিগার জলে মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে ধুয়ে নিতে পারেন। কিন্তু তাতেও যদি দাগ থেকে যায়, তাহলে ৩ ভাগ ভিনিগার আর ১ ভাগ জলের পরিমাণ মতো মিশ্রণ নিয়ে তাতে কাপড় সারারাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে ধুয়ে ফেলুন। দেখবেন ফলের রস, চা, কফি সব কিছুর দাগ উঠে যাবে।
উপকরণ
কয়েক ফোঁটা লেবুর রস।
পদ্ধতি
লেবুর রস যে প্রাকৃতিক ব্লিচ তা তো জানেনই। তাহলে একে এবার কাপড়ের দাগ তুলতেও ব্যবহার করুন। কিছুই না। দাগের জায়গায় লেবুর রস লাগিয়ে আস্তে আস্তে ঘষুন। তারপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আইসক্রিমের বা অন্য জেদি দাগও উঠে যাবে।
এবার দাগ লাগার ভয়ে আর বেছে বেছে ড্রেস পরতে হবে না। বিন্দাস সাদা রঙের পোশাক পরুন আর যত খুশি দাগ লাগুক। ওঠানোর টিপস তো বলেই দিলাম আজ।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…