আপনি যদি স্বাস্থ্যকর এবং ত্রুটিমুক্ত ত্বক চান তাহলে আপনার ত্বকের ধরণটি জানা জরুরি। আপনার ত্বক সাধারণ, শুষ্ক, তৈলাক্ত, মিশ্র নাকি সংবেদনশীল-সেই ধরণটি জানলে আপনাকে সঠিক পণ্যগুলি নির্বাচন করতে এবং ত্বকের যত্নের সঠিক পদ্ধতি বুঝে নিতে সহায়তা করবে।
তবে কীভাবে বুঝবেন আপনার ত্বকের ধরণটি কী, তার জন্য রয়েছে কিছু সহজ উপায়।
আপনার যদি ড্রাই স্কিন হয়, তাহলে আপনার ত্বক ক্লিনজিং-এর পরে টাইট লাগবে। অন্যদিকে তৈলাক্ত ত্বক ধুয়ে ফেলার ঠিক পরেই ততোধিক পরিষ্কার অনুভূত হবে।
আর আপনার যদি মিশ্র প্রকৃতির ত্বক হয় তবে, আপনার টি-জোনটি পরিষ্কার অনুভূত হবে। তবে আপনার গাল টাইট থাকবে। সংবেদনশীল ত্বকে নির্দিষ্ট কিছু ক্লিনজার লাগালে রিঅ্যাকশন হতে পারে, ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে।
যদি আপনার মুখের সমস্ত জায়গায় লাল, ফোলাভাব লক্ষ্য করেন তবে আপনার ত্বক সম্ভবত শুষ্ক অথবা সংবেদনশীল। আপনার গোটা মুখটাই যদি চকচকে হয় তবে অপনি তৈলাক্ত ত্বকের অধিকারী।
আপনার যদি নর্মাল স্কিন হয় তবে আপনার পোরসগুলি দৃশ্যমান হবে, তবে বড় হবে না। এবার আয়না থেকে কয়েক ধাপ পিছনে যান। যদি আপনি এখনও আপনার ত্বকের ওপর থাকা ছিদ্রগুলি দেখতে পান তবে আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী। যদি আপনার ছিদ্রগুলি একেবারেই দৃশ্যমান না হয় তবে আপনার ড্রাই স্কিন।
নানা অবাক হওয়ার কিছু নেই এ থেকেও বোঝা যেতে পারে আপনার ত্বকের ধরণ। ত্বকের ওপর তাৎক্ষণিক কোনও চাপ প্রয়োগের পরে যদি আপনার ত্বক সহজেই কুঁচকে যায় তবে আপনার ত্বক শুষ্ক বা মিশ্র প্রকৃতির। তৈলাক্ত ত্বক সেক্ষেত্রে অনেক বেশি স্মুদ হবে।
একজন চর্ম বিশেষজ্ঞ বা ডার্মেটোলজিস্ট-এর কাছ থেকে এবিষয়ে সবচেয়ে ভালো ব্যাখ্যা আপনি পেতে পারবেন। আপনি কী ধরণের ত্বকের অধিকারী, তা নির্ধারণের জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ আপনার ত্বকের ধরণ সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবেন।
সেইসঙ্গে তাঁরা আপনার ত্বকের ধরণ এবং সেইমতো ত্বকের চাহিদা বুঝে আপনার শুষ্ক, তৈলাক্ত, সংবেদনশীল, সংমিশ্রণ বা ব্রণজনিত ত্বকের চিকিৎসার জন্য বিভিন্ন পদ্ধতি বাতলে দিতে পারেন। যদি অনেক চেষ্টার পরেও ত্বক সম্পর্কিত নানা সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
আমি আমার স্কিনপর টাইপ জানি না