জলের কলের বিচ্ছিরি দাগ তোলার সহজ টিপস

আমরা পুরো ঘর পরিষ্কার রাখতে যতটা নজর দেই, জলের কলগুলো পরিষ্কার রাখতে ততটা মনোযোগ দেইনা বা পরিশ্রম করিনা। আর কলগুলোতে দাগ ও মরিচা ধরলেই পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কলের উপরে ও গোড়ায় ময়লা জমে দাগ পড়লে জলের ফ্লো কমে যায় অনেকখানি। অনেক কারণেই জলের কলে দাগ পড়ে যায়৷ অনেকের ব্যবহারের কারণে হাতের ময়লা … পড়তে থাকুন জলের কলের বিচ্ছিরি দাগ তোলার সহজ টিপস