কাউণ্ট ডাউন শুরু, আর ঠিক এক সপ্তাহ পরেই বেজে উঠবে ঢাকের শব্দ। বাঙালী মেতে উঠবে উৎসবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজ সজ্জায় থাকবে পুজোর আমেজ। আর এই আমেজকে ফিকে হতে আমরাও দেব না। মেয়েদের সাজ মানেই ঠোঁটে লিপস্টিক তো চাই চাই।
সারাবছর যারা সাজেন পর্যন্ত না, তারাও পুজোর কটা দিন রঙিন হয়ে ওঠেন, ঠিক আমারই মত। পোশাক থেকে শুরু করে ঠোঁটের লিপস্টিকটুকু পর্যন্ত হওয়া চাই পারফেক্ট। তবে সমস্যা তো একটা না একটা থাকবেই। যেমন ধরুন লিপস্টিক লাগিয়ে বেরনোর কিছুক্ষণের মধ্যে তা ফিকে হতে শুরু করে দেবে। তাই বলে তো লিপস্টিক লাগাবো না? এমনটা চলে না! লিপস্টিকও লাগাবো, আর পেট পুরে খাবো। কিন্তু লিপস্টিক উঠবে না একটুও।
অবাক হলেন? আরে নো চাপ! উপায় আছে সহজ। কয়েকটা সামান্য বেসিক মেকাপের নিয়ম মেনে লিপস্টিক লাগালে তা নতুনের মতই দেখাবে ১০ থেকে ১২ ঘণ্টা। সে আপনি ফুচকা খান বা বিরিয়ানি। ঠোঁটে স্বাদের সাথে আপনার পছন্দের রঙ লেগে থাকবে ঘণ্টার পর ঘণ্টা।
কি কি করবেন লিপস্টিক লাগানোর আগে তা বলছি। কিন্তু প্রথমে জেনে নিন এই এক সপ্তাহ কি করলে আরও ভালো ভাবে ঠোঁটকে রঙিন রাখা যাবে ঘণ্টার পর ঘণ্টা।
নারকেল তেলের কামাল
এখন থেকে আর লিপস্টিক উঠে যাওয়ার ভয় আশাকরি থাকবে না। বিন্দাস হয়ে পছন্দের কালার ঠোঁটে লাগান আর হয়ে উঠুন রঙিন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Very much helpful