হিট র‍্যাশ থেকে আপনার বাচ্চাকে বাঁচাবেন কী করে জেনে নিন

আপনি আপনার ছোট্ট সোনাকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন, আর তখনই দেখলেন ওর সারা গা লাল লাল র‍্যাশ ভরে গেছে। গরমের থেকেই তো হয়েছে এই র‍্যাশ। আপনি কী চিন্তায় পড়ে গেলেন বলুন তো! যদিও গরমের জন্য হওয়া এই র‍্যাশ খুব তাড়াতাড়ি চলে যায়, তাও যে ক’দিন থাকে সেই ক’দিন তো আপনার শিশুর খুবই কষ্ট হয়। কিন্তু এর জন্য ডাক্তারের … পড়তে থাকুন হিট র‍্যাশ থেকে আপনার বাচ্চাকে বাঁচাবেন কী করে জেনে নিন