মেকআপ করার সময় ফাউন্ডেশন হল সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা ছাড়া আপনার মেকআপ অসম্পূর্ণ। ফাউন্ডেশন এমন একটা প্রোডাক্ট যা আপনার সৌন্দর্যকে আরও খানিকটা তুলে ধরতে পারে, আবার প্রয়োজনে কিন্তু এর উল্টোটাও হতে পারে।
আপনার স্কিন টোনের চেয়ে লাইট ফাউন্ডেশন আপনার লুকের বারোটা বাজিয়ে দিতে পারে। একইভাবে অতিরিক্ত ডার্ক ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মোটেও দেখতে ভালো লাগে না।
মনে রাখবেন ফাউন্ডেশন-এর কাজ কিন্তু স্কিন টোন পরিবর্তন করা নয়, বরং আপনার সৌন্দর্যে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। তবে একাধিক শেডের মধ্যে থেকে নিজের জন্য সঠিক ফাউন্ডেশনটা খুঁজে নেওয়াটা একটি কঠিন কাজই বটে। তবে এই প্রতিবেদন পড়লে আশা করছি আপনার সেই সমস্যাও মিটে যাবে।
স্কিন টোন জানার পাশাপাশি আপনার আন্ডারটোন কী, ওয়ার্ম, কুল না নিউট্রাল- তাও জানা উচিত।
যদি আপনার ত্বকে হলুদ, পীচ এবং গোল্ডেন আভা থাকে তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন।
যাদের কুল এবং ওয়ার্ম আন্ডারটোন নয়, তারা এই বিভাগে পড়েন।
এবার আপনাদের বলি ৫টি ব্র্যান্ডের কথা, যার হাত ধরে আপনি নিজের জন্য সঠিক ফাউন্ডেশন বাছতে পারবেন।
ভারতীয়দের স্কিন টোনের কথা মাথায় রেখেই মেবিলিন নিয়ে এসেছে ফিট মি রেঞ্জ, যা প্রতিটি ত্বকের সঙ্গে মানানসই। এখানে দেওয়া চার্টে আপনি ফাউন্ডেশনের পাশাপাশি পাউডার এবং কনসিলারও বেছে নিতে পারেন।
স্ম্যাশ বক্স সর্বদাই তার গ্রাহকদের জন্য প্রচুর শেড সরবরাহ করে। ফর্সা থেকে ডার্ক এবং ডিপ স্কিন টোন সবই পাবেন এখানে। ফুল থেকে মিডিয়াম- সব ধরণের কভারেজ পেয়ে যাবেন এদের শেডে।
ল্যাকমে ৯ টু ৫ রেঞ্জে আপনি পেয়ে যাবেন চারটি শেড। বিভ্রান্ত না হয়ে এই ছবি দেখে একটা স্বচ্ছ ধারণা পেতে পারেন।
এই ছবি দেখে আপনি আপনার ত্বকের সঙ্গে মানানসই শেড ম্যাকের রেঞ্জে পেয়ে যাবেন।
রেভলনের চার্টে আপনি আপনার স্কিন টোন এবং আন্ডারটোন অনুসারে মানানসই শেড পেয়ে যাবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Amar mukhe wrinkles ese jache mukhe kno jella nei Samadhan deben