হাতের পাতা চুলকোলে কি টাকা হয়! সত্যি না মিথ্যা!

কি! আজ সকাল থেকেই হাতের পাতা চুলকোচ্ছে?  তা এই হাতের পাতা চুলকোনো নিয়ে বহুকাল ধরেই একরকম বিশ্বাস চলে আসছে।  যখনই আমরা হাতের পাতা চুলকোই তখনি মনে হয় যেন এই ঘরে টাকা এল।  হাত চুলকোলেই বাড়ির বড়রা বিশেষত এইরকম বলে থাকেন। আর আমাদেরও ফূর্তির প্রাণ গড়ের মাঠ।  আমরাও অনেক সময় এটা সত্যি ভেবে ফেলি  তাদের কথা … পড়তে থাকুন হাতের পাতা চুলকোলে কি টাকা হয়! সত্যি না মিথ্যা!