জি.এস.টি-র ফলে মেয়েদের জিনিসের দাম যা যা কমলো

জি.এস.টি নিয়ে আমাদের তো মাথা ফাটাফাটির শেষ নেই। আম-জনতার রোজকার তরজা থেকে নেতাদের মতান্তর- সব মিলিয়ে জি.এস.টি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। চাল-ডাল ছাড়াও তো আমাদের রোজ কিছু জিনিস লাগে যেগুলো ব্যবহার করতেই হয়। তার মধ্যে আবার নারী-বাহিনীর সাজগোজের বা অন্যান্য কিছু দরকারী জিনিসও তো আছে। তা আপনারা, মানে আমার মহিলা বন্ধুরা, যদি মনে করেন … পড়তে থাকুন জি.এস.টি-র ফলে মেয়েদের জিনিসের দাম যা যা কমলো