গ্রহণের সময় খাবার খেতে নেই কেন? শাস্ত্র ও বিজ্ঞানের মতামত

বেশ অনেকবছর পরে আবার একটা চন্দ্রগ্রহণের সাক্ষী থাকলাম আমরা। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন এই চন্দ্রগ্রহণ? আর এবারের চন্দ্রগ্রহণ যে একটা স্পেশাল ইভেন্ট ছিল তাও তো খবরের কাগজের দৌলতে আপনাদের অজানা নেই! ‘সুপারমুন’, ‘ব্লু মুন’ আর ‘ব্লাড মুন’—এই তিন তিনটে জিনিস নাকি ১৫২ বছর পর একসাথে ঘটেছিল। বুঝতেই পারছেন বেশ বিরল একটা ব্যাপার। গ্রহণের নিয়ম-কানুন! আর … পড়তে থাকুন গ্রহণের সময় খাবার খেতে নেই কেন? শাস্ত্র ও বিজ্ঞানের মতামত