স্বাস্থ্য

গ্রিন টির উপকারিতা | Green Tea Benefits

নিজেকে সুন্দর আর সতেজ রাখতে চান? তাহলে রোজ চা খান। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটু চা চাই না হলে মেজাজটাই বিগড়ে যায়। মন ভাল করতে আমারা চা নামক এই পানীয় টি কিন্তু মিস করি না।

কিন্তু জানেন কি এমন একধরনের চা এর কথা যা খেলে শুধু মন নয় শারীরিক নানান সমস্যার সমাধান হয়। এমনকি ত্বক ও চুল সুন্দর রাখতে এই চা খুবই কার্যকরী। এটি হল হল গ্রীন টি (Green Tea) এর জাদু। সকালে শুধু  একবার পান করলেই এটিই আপনার পুরো শরীরের খেয়াল রাখবে। ভাবছেন তো এটা কিভাবে হয়? আসুন দেখেনি।

গ্রীন টি হল সবথেকে উপকারী পানীয় অন্যান্য যেকোনো পানীয়র থেকে। আগে ভারতে এটি ওষুধ হিসাবে ব্যবহার হত। শরীরের বিভিন্ন সমস্যা যেমন ক্যানসার থেকে শুরু করে ডায়বেটিস। যেকোনো ত্বকের সমস্যা,হার্টের সমস্যা এছাড়াও ত্বক ও চুলকে সুন্দর রাখতে এটি দারুণ কাজ করে।

১. ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে

গ্রীন টির সবথেকে বড় গুণ হল এটি যেকোনো ধরনের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন স্কিন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, লাঙ্গ   ক্যানসার, লিভার ক্যানসার, গলব্লাডার ক্যানসার, প্রস্টেট ক্যানসার ইত্যাদি যেকোনো ক্যানসার প্রতিরোধ করতে পারে। গ্রীন টি শরীরে ক্যানসার কে ছড়িয়ে পড়তে বাঁধা দেয়।ক্যানসারে আক্রান্ত হবার হাত থেকে বাঁচায়। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর মিনারেলস যা শরীরকে সতেজ ও সুস্থ রাখতে ভীষণভাবে উপকারী।

২. হার্ট থাকে ফিট

বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে যাঁরা প্রতিদিন ১ কাপ গ্রীন টি খান তদের তুলনায় যাঁরা প্রতিদিন ৫ কাপ গ্রীন টি খান তদের হার্ট অনেক বেশি ফিট। তদের কার্ডিওভাসকুলার ডিজিজ হবার সুজোগ খুবই কম। এছাড়াও শরীর থেকে খারাপ কোলেসটরেল কমিয়ে আমাদের হার্টকে সুস্থ রাখতে ও হার্টকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে ভীষণভাবে সাহয্য করে। তাই হার্টকে বাঁচাতে চান তাহলে রোজকার ডায়েট চার্টে রাখুন গ্রীন টি।

যদি গ্রীন টি রোজ পান করা যায় তাহলে  ডায়াবেটিসের মত রোগকে নিয়ন্ত্রনে রাখা যায়।

৩. ত্বক ও চুলকে সুন্দর রাখে

বর্তমান বিভিন্ন স্টাডি থেকে জানা যাচ্ছে যে গ্রীন টি ত্বক ও চুলকে সুন্দর রাখতেও ভীষণ ভাবে উপকারী। শুধু সুন্দর নয় বিভিন্ন ত্বকের সমস্যা যেমন ব্রন, প্যাচি স্কিন, ত্বক ফেটে যাবার সমস্যা এছাড়াও খুশকির মত সমস্যা যেটা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন সেটি থেকেও মুক্তি দেয় এই গ্রীনটি। গ্লোয়িং স্কিনের একটি রহস্য এই গ্রীন টি যেটা আমরা সবাই চাই। এটি ত্বক ও চুলকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।

৪. ওজন কমাতে এর জুড়ি মেলাভার

আমরা সবাই মোটামুটি জানি যে অতিরিক্ত ওজন কমাতে এর জুড়ি মেলাভার।শরীরের বিভিন্ন অংশের অতিরিক্ত মেদ ঝরিয়ে দেয় এই গ্রীন টি। যেটা নিয়ে আমরা প্রায় সবাই কখনো না কখনো সমস্যায় ভুগেছি। শরীরের অতিরিক্ত মেদ কমাতে এটি প্রমাণিত সমাধান।

৫. ব্রেনকে সঠিক ভাবে পরিচালিত করে

গ্রীন টির আরেকটি অসাধারণ গুণ হল এটি আমদের ব্রেনকে সঠিক ভাবে পরিচালিত করতে সাহায্য করে । এটি ব্রেনে রক্ত সঞ্চালনকে ঠিক রাখে। তারফলে ব্রেন দ্রুত কাজ করে।ব্রেনের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই গ্রীন টি।

৬. দাঁত ভালো থাকে ও মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি

রোজ যদি গ্রীন টি পান করা যায় তাহলে দাঁত ও সুন্দর থাকে। বিভিন্ন স্টাডি থেকে জানা যাচ্ছে যে মুখের ভেতরের ব্যাকটেরিয়াক,ভাইরাসকে নিয়ন্ত্রণ করে গ্রীন টি যার দ্বারা আমাদের দাঁত ভালো থাকে এবং মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া যায়।

নিজেকে যদি সুন্দর আর ফিট রাখতে চান তাহলে রোজ গ্রীন টি খেতেই হবে।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago