গরমকালে ত্বকের যত্নে ঘরোয়া ৫টি ফেসমাস্ক

শীতের আরাম প্রায় গেল বলে, আবার সেই গরমে ঘামে প্যাচপ্যাচে হবার জন্য তৈরি হয়ে যান। আর প্যাচপ্যাচে ঘামের সাথেই বাড়তি পাওনা, প্যাচপ্যাচে স্কিন, রোদের ট্যান। তাই এই সময় স্কিনে দরকার বাড়তি যত্ন যাতে গরমেও স্কিন থাকে ফ্রেশ, গ্লোয়িং। তাই আজ রইলো গরমের স্পেশাল ফেসপ্যাক। যেগুলো গরমেও স্কিনকে রাখবে গ্লোয়িং ও ফ্রেশ লুকিং। ১. তৈলাক্ত ত্বকের … পড়তে থাকুন গরমকালে ত্বকের যত্নে ঘরোয়া ৫টি ফেসমাস্ক