গরমকাল আসার আগেই ত্বকের যত্ন শুরু করে দিন এই পাঁচ ঘরোয়া উপায়ে

শীতের আমেজ যে আর বেশীদিন নেই, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কি ভাবছেন, ধুর! আবার সেই ঘামে প্যাচপ্যাচে। রোদে ট্যানের আক্রমণ। বাড়ি থেকে যতই ফিটফাট হয়ে বেরোন না কেন, কিছুক্ষণ পর সেই চ্যাটচ্যাটে মুখ। তাই বলছি স্কিন সেই অবস্থায় যাবার আগে স্কিনকে একটু একটু করে গরমের জন্য রেডি করুন যাতে গরমেও স্কিন থাকে ফ্রেশ আর ট্যান … পড়তে থাকুন গরমকাল আসার আগেই ত্বকের যত্ন শুরু করে দিন এই পাঁচ ঘরোয়া উপায়ে