গাজরের হালুয়া দিয়ে মিষ্টি মুখ করান এবারের দীপাবলিতে – সহজ রেসিপি

গাজরের হালুয়া বাচ্চা থেকে বয়স্ক সকলের পছন্দের। এবছর আলোর উৎসবে বাড়িতেই বানিয়ে ফেলুন সকলের পছন্দের এই মিষ্টি খাবার। সাধারণত অনেক রকম ভাবে এটি বানানো যায়। তবে আমি যে রেসিপিটি শেয়ার করছি তা খুব কম উপাদানের সাহায্যেই বানাতে পারবেন। চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক গাজরের হালুয়া। গাজরের হালুয়া ৪ থেকে ৫ জনের খাওয়ার মত হালুয়া বানাতে … পড়তে থাকুন গাজরের হালুয়া দিয়ে মিষ্টি মুখ করান এবারের দীপাবলিতে – সহজ রেসিপি